'প্রেডিক্টেবল' ম্যাচে হারের পর নতুন পথ খুঁজছেন সিনার

কার্লোস আলকারাজের কাছে আবারও হার মানলেন ইয়ানিক সিনার। ইউএস ওপেনের রোববারের ফাইনালে স্প্যানিশ প্রতিপক্ষের কাছে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে হারের পর বিশ্ব এক নম্বরের মুকুটও হাতছাড়া হলো ইতালিয়ান এই তারকার।
২৪ বছর বয়সী সিনার স্বীকার করলেন, তার খেলা এখন অনেকটা একঘেয়ে ও সহজে বোঝা যায়, আর সেটাই আলকারাজের মতো প্রতিপক্ষের বিপক্ষে বড় দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সিনার বলেন, 'আজ আমি অনেকটা প্রেডিক্টেবল ছিলাম। সার্ভ-ভলি করিনি, ড্রপ শট ব্যবহার করিনি, যে ধরনের বৈচিত্র্য আলকারাজ খেলায় এনেছিল, সেটা আমি আনতে পারিনি।'
এবারের মৌসুমে গ্র্যান্ড স্ল্যাম সংখ্যায় দুজন সমান হলেও (দুটো করে), মুখোমুখি লড়াইয়ে আলকারাজের কাছে সিনারের রেকর্ড ভীষণ খারাপ। শেষ আট দেখায় তিনি হেরেছেন সাতবার, জিতেছেন মাত্র একবার উইম্বলডনের ফাইনালে।
সিনার জানালেন, সামনে হয়তো কিছু ম্যাচ হারতে হবে, কিন্তু তিনি খেলার ধরনে পরিবর্তন আনতে প্রস্তুত।
'আমি হয়তো কিছু ম্যাচ হারব, কিন্তু চেষ্টা করব খেলায় বৈচিত্র্য আনার। ঝুঁকি নিতে হবে, নাহলে আলকারাজের মতো খেলোয়াড়ের বিপক্ষে টিকতে পারব না,' বলেন সিনার।
পরিসংখ্যানও সিনারের কথার পক্ষে সাক্ষ্য দিয়েছে। আলকারাজ ফাইনালে করেছিলেন ১০টি এইস, একটিও ডাবল ফল্ট ছাড়াই ৬১% ফার্স্ট সার্ভ সফল করেন। বিপরীতে সিনার করেছিলেন মাত্র দুটি এইস, ডাবল ফল্ট ৪টি, আর ফার্স্ট সার্ভ ছিল মাত্র ৪৮%।
তবুও হাল ছাড়ছেন না সিনার। সার্ভের টেকনিক্যাল কিছু পরিবর্তন আনার পরিকল্পনা নিয়েছেন তিনি। তার ভাষায়, 'সার্ভে কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। ছোট ছোট পরিবর্তন বড় পার্থক্য গড়ে দিতে পারে।'
Comments