ঐতিহাসিক ১০০তম টেস্টের প্রস্তুতিতে মুশফিক
আন্তর্জাতিক মঞ্চে দুই দশক কাটিয়ে দেওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এক অনন্য অর্জনের দুয়ারে দাঁড়িয়ে। শুধু তার নিজের জন্য নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের জন্যই তা হতে যাচ্ছে ভীষণ গৌরবের।
সব ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন ৩৮ বছর বয়সী তারকা।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হয়েছিল সাদা পোশাকের যে পথচলা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সমন্বয়ে বহু উত্থানপতন পেরিয়ে আগামীকাল বুধবার তা পৌঁছে যাবে নতুন শিখরে।
খেলা শুরুর আগের দিন (মঙ্গলবার) শেরে বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলনে মুশফিককে দেখা গেল খোশ মেজাজে। আর সেসব মুহূর্ত ধরা পড়ল দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী ফিরোজ আহমেদের লেন্সে।


Comments