মুশফিকের শততম টেস্ট ঘিরে যত আয়োজন
অনুশীলন সেরে তখন ড্রেসিংরুমে চলে গেছেন মুশফিকুর রহিম। তাকে সেখান থেকে মাঠে ডেকে নিয়ে এলেন একজন। পেশাদার ক্রীড়া সাংবাদিকদের বড় বহর তখন অপেক্ষায় মুশফিকের। কিছু সময়ের জন্য পেশাদারিত্বের মোড়ক থেকে বেরিয়ে সবাই ছবি তুললেন তার সঙ্গে। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে যাওয়া মুশফিকের এই উপলক্ষ অবশ্য ঘটা করে পালন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০০৫ সালে লর্ডসে ১৮ বছর বয়েসী মুশফিকের মাথায় প্রথম টেস্ট ক্যাপ তুলে দিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। সুমনই শততম টেস্টে বিশেষ ক্যাপ তুলে দেবেন তার মাথায়।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। টসের খানিক পরই শুরু হবে আনুষ্ঠানিকতা।
সকাল ৯টা ১৬ মিনিটে মাঠে প্রবেশ করে লাইন ধরবে বাংলাদেশ দল, ৯টা ১৭ মিনিটে তার মাথায় বিশেষ ক্যাপ তুলে দেবেন হাবিবুল বাশার সুমন, ২০০৫ সালে লর্ডসে যিনি মুশফিককে পরিয়ে দিয়েছিলেন তার প্রথম টেস্ট ক্যাপ।
৯টা ১৯ মিনিটে বিশেষ টেস্ট ক্যাপ দেবেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান। ৯টা ২০ মিনিটে মুশফিকের হাতে বিশেষ ক্রেস্ট তুলে দেবেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম।
৯টা ২১ মিনিটে মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও শততম টেস্টের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অটোগ্রাফ সম্বলিত জার্সিত তুলে দেবেন।
৯টা ২২ মিনিটে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বক্তব্য রাখবেন। ৯টা ২৩ মিনিটে বক্তব্য দেবেন মুশফিকুর রহিম। এরপর তোলা হবে গ্রুপ ছবি।
এর বাইরেও মুশফিকের শততম টেস্ট কাভার করা ক্রীড়া সাংবাদিকরা তুলে দিনের খেলা শেষে তুলে দেবেন বিশেষ স্মারক।


Comments