বাংলাদেশ ম্যাচের আগেই দলে ফিরছেন বাবা হারানো দুনিথ

বাবা সুরঙ্গা ওয়েলালাগের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরেছিলেন অলরাউন্ডার দুনিথ ওয়েলালাগে। শেষ শ্রদ্ধা জানিয়ে শ্রীলঙ্কা দলে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতে ফিরছেন তিনি।
শুক্রবার রাতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। দুবাইতে আগামীকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে লঙ্কানরা। এর আগে সকালে আবার দলের সঙ্গে যোগ দেবেন ২২ বছর বয়সী দুনিথ।
টিম ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোডে আছেন দুনিথের সঙ্গে। তারা একসঙ্গেই রওনা হবেন আরব আমিরাতের উদ্দেশে। লঙ্কান বোর্ড আরও জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার জন্য তৈরি থাকবেন দুনিথ।
গতকাল বৃহস্পতিবার আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের পর বাবাকে হারানোর দুঃসংবাদ পান বাঁহাতি ক্রিকেটার। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা সুরঙ্গার বয়স ছিল মাত্র ৫৪ বছর। নিজেও ক্রিকেট খেলতেন। যদিও সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি যেতে পারেননি নানা বাস্তবতায়। তবে ছেলে দুনিথকে ক্রিকেটার বানানোর মূল কারিগরই ছিলেন সুরঙ্গা।
দারুণ ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখে আফগানদের দেওয়া ১৭০ রানের লক্ষ্য ছুঁয়ে ৬ উইকেটে জেতে লঙ্কানরা। ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে সৌজন্য বিনিময় করতে সতীর্থদের পাশাপাশি মাঠে নামেন ওয়েলালাগেও। তখন সুরঙ্গার মৃত্যুর খবর শ্রীলঙ্কার ম্যানেজারের কাছে চলে আসে। তিনি কাছে ডেকে নেন ওয়েলালাগেকে, কাঁধে হাত রেখে কানে কানে জানিয়ে দেন। দলটির অধিনায়ক চারিথ আসালাঙ্কা সেসময় দাঁড়িয়ে ছিলেন পাশে।
খারাপ খবর জানার আগে ম্যাচের পারফরম্যান্সের কারণেও ভীষণ অস্বস্তিতে ছিলেন দুনিথ। খরুচে বোলিংয়ে ১ উইকেট নিতে দেন ৪৯ রান। তার করা ইনিংসের শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা মারেন মোহাম্মদ নবি।
আফগান অলরাউন্ডার পরে স্তম্ভিত হয়ে যান দুনিথের বাবার মৃত্যুর সংবাদ শুনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান সমবেদনা। দুবাইতে থাকলেও শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচে সঙ্গত কারণেই নজর ছিল বাংলাদেশ দলের। অধিনায়ক লিটন দাস-তাসকিন আহমেদরাও শোক প্রকাশ করে পোস্ট দেন।
গত ১৩ সেপ্টেম্বর আবুধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশকে পরাস্ত করেছিল শ্রীলঙ্কা। ৩২ বল হাতে রেখে তারা জিতেছিল ৬ উইকেটের ব্যবধানে। ওই ম্যাচে অবশ্য একাদশে সুযোগ পাননি দুনিথ।
Comments