এশিয়া কাপ

বাংলাদেশকে হারিয়ে সবার আগে ফাইনালে ভারত

ছবি: এএফপি

বুধবার দুবাইতে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে ৪১ রানে হারল বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে সূর্যকুমার যাদবের দল তোলে ৬ উইকেটে ১৬৮ রান। জবাবে লিটন দাসের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া জাকের আলীর দল ৩ বল বাকি থাকতে অলআউট হয় ১২৭ রানে।

সবার আগে ফাইনালে ভারত

দুবাইতে বাংলাদেশকে হারিয়ে সবার আগে এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। সুপার ফোরে দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছে তারা। সূর্যকুমার যাদবের দল শিরোপা নির্ধারণী মঞ্চে জায়গা করে নেওয়ায় আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে শ্রীলঙ্কার।

বৃহস্পতিবার একই ভেন্যুতে অলিখিত সেমিফাইনালে পরস্পরকে মোকাবিলা করবে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচের জয়ী দল আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে হবে ভারতের প্রতিপক্ষ।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, গিল ২৯, দুবে ২, সূর্যকুমার ৫, হার্দিক ৩৮, তিলক ৫, অক্ষর ১০*; তানজিম ১/২৯, নাসুম ০/৩৪, মোস্তাফিজুর ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭, রিশাদ ২/২৭, সাইফ ০/৭)

বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ ৬৯, তানজিদ ১, পারভেজ ২১, তাওহিদ ৭, শামীম ০, জাকের ৪, সাইফউদ্দিন ৪, রিশাদ ২, তানজিম ০, নাসুম ৪*, মোস্তাফিজ ৬; হার্দিক ০/১৪, বুমরাহ ২/১৮, বরুণ ২/২৯, কুলদীপ ৩/১৮, অক্ষর ১/৩৭, দুবে ০/১০, তিলক ১/১)।

১২৭ রানে অলআউট বাংলাদেশ

ম্যাচের শেষ ওভার করতে এলেন তিলক বর্মা। তার তৃতীয় বলে লং-অফে অক্ষর প্যাটেলের তালুবন্দি হলেন মোস্তাফিজুর রহমান। তার আউটে গুটিয়ে গেল বাংলাদেশ। ১৯.৩ ওভারে তারা থামল ১২৭ রানে। ভারত জিতল ৪১ রানের বড় ব্যবধানে।

বুমরাহর বলে আউট হলেন সাইফ

১৮তম ওভারের দ্বিতীয় বলে আউট হলেন লম্বা সময় ক্রিজে থাকা সাইফ হাসান। বাংলাদেশের নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফিরলেন তিনি। ভারতের পেসার জসপ্রিত বুমরাহর বলে দ্বিতীয়বারের চেষ্টায় সীমানার কাছে ক্যাচ নিলেন অক্ষর প্যাটেল। সাইফ ৫১ বলে খেললেন ৬৯ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে তিনটি চার ও পাঁচটি ছক্কা।

১৮ ওভার শেষে হারের দুয়ারে থাকা বাংলাদেশের রান ৯ উইকেটে ১১৬। ক্রিজে আছেন নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

কুলদীপের জোড়া শিকার

১৭তম ওভারের প্রথম দুই বলেই উইকেট নিলেন কুলদীপ যাদব। তিলক বর্মার হাতে রিশাদ হোসেন ক্যাচ দেওয়ার পর বোল্ড হলেন তানজিম হাসান সাকিব। রিশাদের সংগ্রহ ৩ বলে ২ রান। তানজিম পেলেন গোল্ডেন ডাকের তেতো স্বাদ।

পঞ্চম বলে আরেকবার জীবন পেলেন ওপেনার সাইফ হাসান, সব মিলিয়ে চতুর্থবার। এই দফায় অভিষেক শর্মা হাতে জমাতে পারলেন না ক্যাচ। সাইফ বেঁচে গেলেন ৬৯ রানে।

হারের দুয়ারে থাকা বাংলাদেশের রান ১৭ ওভারে ৮ উইকেটে ১১৫। সাইফ খেলছেন ৫০ বলে ৬৯ রানে। তার সঙ্গে আছেন নাসুম আহমেদ।

সাইফউদ্দিনও টিকলেন না

বরুণ চক্রবর্তীর করা ১৬তম ওভারটি হলো ঘটনাবহুল। প্রথম ও তৃতীয় বলে দুই দফা ক্যাচ তুলেও বেঁচে গেলেন সাইফ হাসান। একবার ৬৫ রানে (ছাড়লেন শিবাম দুবে), আরেকবার ৬৬ রানে (ছাড়লেন উইকেটরক্ষক সঞ্জু স্যামসন)। তবে ভাগ্য সুপ্রসন্ন হলো না মোহাম্মদ সাইফউদ্দিনের। উড়িয়ে মারতে লং-অনে ক্যাচ দিলেন তিনি। ৭ বলে তার রান ৪।

১৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১২। সাইফ খেলছেন ৪৭ বলে ৬৭ রানে। তার সঙ্গী রিশাদ হোসেন আছেন ২ বলে ২ রানে।

সাইফের টানা দ্বিতীয় ফিফটি

অক্ষর প্যাটেলের করা চতুর্দশ ওভারের প্রথম বলে ছক্কা মারলেন সাইফ হাসান। এই শটে টানা দ্বিতীয় ফিফটির স্বাদ নিলেন তিনি। ব্যক্তিগত মাইলফলকে পৌঁছাতে তার লাগল ৩৬ বল।

তৃতীয় বলে আরেকবার বল সীমানার বাইরে পাঠালেন সাইফ। বাংলাদেশের আশার আলো হয়ে ক্রিজে আছেন তিনি। সব মিলিয়ে ওভারটি থেকে এলো ১৫ রান।

১৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০২। সাইফ ৪০ বলে ৬৩ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিন খেলছেন ৪ বলে ১ রানে।

রানআউট হয়ে টিকতে পারলেন না জাকের, চাপে বাংলাদেশ

দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে বেঁচে গেলেন একপ্রান্ত আগলে রাখা সাইফ হাসান। তার ফিরতি ক্যাচ হাতে জমাতে পারেননি অক্ষর প্যাটেল। বাংলাদেশের ওপেনার জীবন পেলেন ৪০ রানে।

পরের ওভারে অবশ্য রানআউট হয়ে গেলেন জাকের আলী অনিক। নেতৃত্বের অভিষেকে কোনো স্মরণীয় ইনিংস খেলতে পারলেন না তিনি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সরাসরি থ্রোতে বিদায় নিলেন। ৫ বলে তার সংগ্রহ ৪ রান।

জাকেরের বিদায়ে চাপ বাড়ল বাংলাদেশের ১৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৮৭। ক্রিজে সাইফ আছেন ৩৫ বলে ৪৯ রানে। তার সঙ্গে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বোল্ড হলেন শামীম

বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়ে গেলেন শামীম হোসেন। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করায় স্টাম্প গেল উড়ে। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারলেন না তিনি।

১১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭৫ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে তারা। ক্রিজে সাইফ হাসানের নতুন সঙ্গী অধিনায়ক জাকের আলী অনিক।

হৃদয়ের বিদায়ে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ

আগের ম্যাচে দুর্দান্ত ফিফটি হাঁকানো তাওহিদ হৃদয় এবার থামলেন আগেভাগে। রান রেটের চাপ বাড়তে থাকায় বড় শট খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু অক্ষর প্যাটেলের বলে টাইমিংয়ে গড়বড় করে লং-অনে সহজ ক্যাচ দিলেন অভিষেক শর্মার হাতে। ১০ বলে তার রান ৭।

ইনিংসের মাঝপথে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৫। বাকি ১০ ওভারে ১০৪ রান দরকার তাদের। সমীকরণ কঠিন হলেও অসম্ভব নয়। ক্রিজে একপ্রান্ত আগলে সাইফ হাসান আছেন ২৬ বলে ৩১ রানে। তার নতুন সঙ্গী শামীম হোসেন পাটোয়ারী।

কুলদীপ আক্রমণে এসেই ফেরালেন পারভেজকে

নড়বড়ে শুরুর পর পারভেজ হোসেন ইমন ধীরে ধীরে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন। কিন্তু তাকে ডানা মেলতে দিলেন না কুলদীপ যাদব। সপ্তম ওভারে আক্রমণে এসেই ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার তুলে নিলেন উইকেট। সুইপ শট খেলে পারভেজ ক্যাচ দিলেন ডিপ মিড উইকেটে অভিষেক শর্মার হাতে। ১৯ বলে দুটি চার ও একটি ছক্কায় তার রান ২১।

৪৬ রানে দ্বিতীয় উইকেট পড়ল বাংলাদেশের। ভাঙল ৩০ বলে ৪২ রানের দ্বিতীয় উইকেট জুটি। ৭ ওভারে তাদের রান ২ উইকেটে ৪৯। ক্রিজে ওপেনার সাইফ হাসান আছেন ১৮ বলে ২০ রানে। তার সঙ্গী হলেন তাওহিদ হৃদয়।

পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৪ রান

প্রথম চার ওভারে ১ উইকেট হারিয়ে মাত্র ২২ রান তুলল বাংলাদেশ। ধাক্কা সামলে পরের ২ ওভারে রানের চাকা বেশ সচল করল তারা। বরুণ চক্রবর্তীর করা পঞ্চম ওভারে ১৩ রান ও জসপ্রিত বুমরাহ ষষ্ঠ ওভারে ৯ আনলেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন।

পাওয়ার প্লেতে বাংলাদেশের রান দাঁড়াল ১ উইকেটে ৪৪ রান। সাইফ ক্রিজে আছেন ১৬ বলে ১৯ রানে। তার সঙ্গী পারভেজ হোসেন ইমন খেলছেন ১৭ বলে ১৯ রানে। ইমন যদিও শুরুতে ধুঁকেছেন। রানের খাতা খুলতে ৮ বল লেগে যায় তার। বুমরাহর ওভারে তিনি মারেন বাংলাদেশের ইনিংসের প্রথম ছক্কা।

শুরুতেই বিদায় নিলেন তানজিদ

টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন তানজিদ হাসান তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে শূন্য রানে আউট হওয়া বাঁহাতি ওপেনার এবার ৩ বলে করলেন ১ রান। জসপ্রিত বুমরাহর ভালো লেংথের ডেলিভারিতে লিডিং এজ হওয়ায় বল উঠে গেলে অনেক উঁচুতে। মিড-অনে সহজ ক্যাচ নিলেন শিবাম দুবে।

বাংলাদেশের শুরুটা ভালো হলো না। ৪ রানে প্রথম উইকেট হারাল তারা। ২ ওভারে তাদের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। ক্রিজে আরেক ওপেনার সাইফ হাসানের সঙ্গী পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশকে ১৬৯ রানের লক্ষ্য দিল ভারত

ব্যক্তিগত ৭ রানে জীবন পাওয়া অভিষেক শর্মার আগ্রাসনে প্রথম ১১ ওভারে ২ উইকেটে ১১২ রান তুলল ভারত। দ্বাদশ ওভারের প্রথম বলে রিশাদ হোসেনের দুর্দান্ত থ্রোয়ের সুবাদে রানআউট হয়ে বিদায় নিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের বোলাররা আঁটসাঁট থেকে নিয়মিত বিরতিতে তুলে নিলেন উইকেট। বাকি ৯ ওভারে মাত্র ৫৬ রান যোগ করতে আরও ৫ উইকেট খোয়াল ভারত।

তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে অভিষেক ক্যাচ দিলেও বাংলাদেশ অধিনায়ক জাকের আলী অনিক বল গ্লাভসে জমাতে পারেননি। সুযোগ কাজে লাগিয়ে ভারতের বাঁহাতি ওপেনার খেলেন ৭৫ রানের বিস্ফোরক ইনিংস। মাত্র ৩৭ বল মোকাবিলায় তিনি মারেন ছয়টি চার ও পাঁচটি ছক্কা। ওপেনিংয়ে তার সঙ্গী শুবমান গিল করেন ১৯ বলে ২৯ রান। শেষ বলে আউট হওয়া হার্দিক পান্ডিয়া খেলেন ২৯ বলে ৩৮ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে লেগ স্পিনার রিশাদ ৩ ওভারে ২ উইকেট নেন ২৭ রানে। ১ উইকেট নিতে ডানহাতি পেসার তানজিম দেন ৪ ওভারে ২৯ রান। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান সমান সংখ্যক উইকেট নেন ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে।

নিজের প্রথম ২ ওভারে খরুচে বোলিংয়ে ৩৩ রান দেওয়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন করেন ইনিংসের শেষ ওভার। তার ওপর অধিনায়ক জাকেরের রাখা আস্থার প্রতিদান তিনি দেন অসাধারণ কায়দায়। নিয়ন্ত্রিত থেকে মাত্র ৪ রান দিয়ে সাজঘরে পাঠান হার্দিককে।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (অভিষেক ৭৫, গিল ২৯, দুবে ২, সূর্যকুমার ৫, হার্দিক ৩৮, তিলক ৫, অক্ষর ১০*; তানজিম ১/২৯, নাসুম ০/৩৪, মোস্তাফিজুর ১/৩৩, সাইফউদ্দিন ১/৩৭, রিশাদ ২/২৭, সাইফ ০/৭)।

৩ ওভার বাকি থাকতে ভারতের রান ৫ উইকেটে ১৪১

১৭ ওভার শেষে ভারতের রান ৫ উইকেটে ১৪১। ক্রিজে হার্দিক পান্ডিয়া আছেন ১৬ বলে ১৭ রানে। অক্ষর প্যাটেল খেলছেন ৯ বলে ৫ রানে। বাকি ৩ ওভারে ভারতের ব্যাটাররা কত রান তুলতে পারেন বা বাংলাদেশের বোলাররা কতটা নিয়ন্ত্রিত থাকতে পারেন সেটাই দেখার।

আক্রমণ ফিরে তিলককে টিকতে দিলেন না তানজিম

পঞ্চদশ ওভারে আক্রমণে ফিরলেন পেসার তানজিম হাসান সাকিব। তার স্লোয়ার ডেলিভারি উড়িয়ে মারার চেষ্টায় ব্যর্থ হলেন তিলক বর্মা। ডিপ স্কয়ার লেগে সীমানার কাছে ঠাণ্ডা মাথায় দারুণ ক্যাচ নিলেন সাইফ হাসান। তিলক আউট হলেন ৭ বলে ৫ রানে।

দলীয় ১২৯ রানে পঞ্চম উইকেট হারাল ভারত। ১৫ ওভার শেষে তাদের রান ৫ উইকেটে ১৩২ রান। ক্রিজে আছেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল।

ওপেনার অভিষেক শর্মার তাণ্ডবে ৮ ওভার শেষে ভারতের রান ছিল ১ উইকেটে ৮৩। এরপর বাংলাদেশ দল দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বোলিংয়ে। রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের কল্যাণে তারা তুলে নিয়েছে ৪ উইকেট। ভারতের রান তোলার গতিও অনেক কমে গেছে।

অভিষেক রানআউট হওয়ার পর সূর্যকুমারকে ফেরালেন মোস্তাফিজ

অভিষেক শর্মার তাণ্ডব অবশেষে থামাতে পারল বাংলাদেশ দল। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের করা দ্বাদশ ওভারের প্রথম বলে রানআউট হলেন ভারতের ওপেনার। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে রিশাদ হোসেনের নন-স্ট্রাইক প্রান্তে ছোঁড়া দারুণ থ্রো ধরে স্টাম্প ভেঙে দিলেন মোস্তাফিজ। ক্রিজ থেকে তখন অনেক দূরে ছিলেন অভিষেক। ৩৭ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় তার রান ৭৫।

ওভারের শেষ বলটিতে সূর্যকুমার যাদবকে বিদায় করলেন মোস্তাফিজ। লেগ স্টাম্পের বাইরে থাকা শর্ট লেংথের ডেলিভারিটি ভারতের অধিনায়কের ব্যাট ছুঁয়ে যায় পেছনে। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত ক্যাচ নিলেন উইকেটরক্ষক জাকের আলী অনিক। মাঠের আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ। স্বাচ্ছন্দ্যে না থাকা সূর্যকুমার ফিরলেন ১১ বলে ৫ রান করে।

দলীয় ১১২ ও ১১৪ রানে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ উইকেট পড়ল ভারতের। ১২ ওভারে তাদের রান ৪ উইকেটে ১১৪। ক্রিজে দুই নতুন ব্যাটার হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। একই ওভারে ২ উইকেট নেওয়ায় স্বস্তি ফিরেছে বাংলাদেশ দলে।

রিশাদের দ্বিতীয় শিকার দুবে

নিজের পরপর দুই ওভারে উইকেট নিলেন রিশাদ হোসেন। এবার গুগলিতে তার শিকার হলেন শিবাম দুবে। নবম ওভারের প্রথম বলটিতে বড় শট খেলতে চেয়েছিলেন দুবে। কিন্তু সীমানা পার করতে ব্যর্থ হলেন। লং-অফে ক্যাচ হাতে জমালেন তাওহিদ হৃদয়। ভারতের দ্বিতীয় উইকেট পড়ল ৮৩ রানে। দুবের সংগ্রহ ৩ বলে ২ রান।

৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ৯১। ক্রিজে চড়া মেজাজে থাকা অভিষেক শর্মা ২৯ বলে ৫৭ রানে খেলছেন। ক্রিজে তার সঙ্গী হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব।

তেতে উঠে অভিষেকের ফিফটি

ব্যক্তিগত ৭ রানে বেঁচে যাওয়া অভিষেক শর্মা চড়াও হয়ে ভোগাচ্ছেন বাংলাদেশের বোলারদের। তেতে উঠে বাউন্ডারির পসরা সাজিয়ে বসেছেন তিনি। ফিফটি পূরণ করতে তার লাগল মাত্র ২৫ বল। ২২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ভারতের ওপেনারের এটি চতুর্থ ফিফটি। সেঞ্চুরি আছে দুটি।

আক্রমণে এসেই গিলকে ফেরালেন রিশাদ

সপ্তম ওভারে আক্রমণে এসেই শুবমান গিলকে সাজঘরে ফেরালেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনার ভারতের উড়ন্ত উদ্বোধনী জুটি ভেঙে বাংলাদেশকে দিলেন প্রথম সাফল্য।

দ্বিতীয় বলটিতে ফ্লাইট দিলেন রিশাদ। ছক্কা হাঁকাতে চাইলেন ওপেনার গিল। লং-অফে সীমানার কাছে ক্যাচ নিলেন তানজিম হাসান সাকিব। ১৯ বলে ২৯ রানে আউট হলেন গিল।

ভারতের উদ্বোধনী জুটি ভাঙল ৭৭ রানে। ৭ ওভারে তাদের রান ১ উইকেটে ৮১। আরেক ওপেনার অভিষেক শর্মা ২২ বলে ৪৯ রানে খেলছেন। ক্রিজে তার নতুন সঙ্গী শিবাম দুবে।

উড়ছেন অভিষেক ও গিল, ৬ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৭২

প্রথম ৩ ওভারে কেবল ১৭ রান আনা ভারত নাসুম আহমেদের করা চতুর্থ ওভারেই তুলল ২১ রান। অভিষেক শর্মা মারলেন একটি করে ছক্কা ও চার। শুবমান গিল হাঁকালেন একটি ছক্কা। মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে উঠল ১৭ রান। অভিষেকের ব্যাট থেকেই এলো দুটি ছক্কা। পাওয়ার প্লের শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনও দিলেন ১৭ রান। একাই চারটি চার মারলেন জীবন পাওয়া অভিষেক।

বাংলাদেশকে হতাশ করে ভারতের দলীয় পঞ্চাশ রান পূর্ণ হলো মাত্র ৩০ বলে। ৬ ওভার শেষে তাদের রান বিনা উইকেটে ৭২। অভিষেক ১৯ বলে ৪৬ ও গিল ১৭ বলে ২৫ রানে ক্রিজে আছেন।

অভিষেকের ক্যাচ ফেললেন জাকের

তৃতীয় ওভারেই উইকেট পেতে পারত বাংলাদেশ দল। ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবের করা তৃতীয় ডেলিভারিতে ওপেনার অভিষেক শর্মার ক্যাচ গেল উইকেটের পেছনে। কিন্তু বামদিকে ঝাঁপিয়ে পড়লেও বল গ্লাভসে জমাতে পারলেন না জাকের আলী অনিক।

ব্যক্তিগত ৭ রানে বেঁচে গেলেন অভিষেক। ৩ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১৭। অভিষেক খেলছেন ৮ বলে ৮ রানে। আরেক ওপেনার শুবমান গিল ক্রিজে আছেন ১০ বলে ৮ রানে।

বোলিংয়ে বাংলাদেশ পেয়েছে ভালো শুরু। ম্যাচের প্রথম ওভারে ৩ রাম দেওয়া তানজিম নিজের পরের ওভারে দিলেন ৭ রান। মাঝে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও খরচ করেন ৭ রান। বিধ্বংসী ওপেনার অভিষেক কিছুটা নড়বড়ে দেখা যাচ্ছে।

ভারতের একাদশ অপরিবর্তিত

ভারতের একাদশে কোনো পরিবর্তন আসেনি। গত রোববার পাকিস্তানের বিপক্ষে জেতা ম্যাচে খেলা সব ক্রিকেটারকে নিয়ে নামছে টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন

চোটের কারণে খেলতে পারছেন না অধিনায়ক লিটন দাস। বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন। এদের মধ্যে পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন প্রথমবারের মতো এবারের এশিয়া কাপে খেলতে নামছেন।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক), শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

টস জিতে বোলিং নিল বাংলাদেশ

বাংলাদেশের জার্সিতে নেতৃত্বের অভিষেকে শুরুতেই ভাগ্য সুপ্রসন্ন হলো জাকের আলী অনিকের। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বিপক্ষে তিনি জিতলেন টস। বেছে নিলেন আগে বোলিংয়ের সিদ্ধান্ত।

চোটের কারণে লিটন নেই, বাংলাদেশের অধিনায়ক জাকের

চোট শেষ পর্যন্ত ছিটকে দিল বাংলাদেশের অধিনায়ক লিটন দাসকে। তার পরিবর্তে ভারতের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক।

লিটনের খেলা নিয়ে শঙ্কা

অনুশীলনে পিঠে টান পাওয়া লিটন দাসের ভারতের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বাংলাদেশ অধিনায়ক শেষ পর্যন্ত খেললেও উইকেটরক্ষক হিসেবে তাকে না দেখতে পাওয়ার আভাস মিলল খেলা শুরুর আগের ওয়ার্মআপে।

কিপিং গ্লাভস হাতে জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানকে প্রস্তুতি নিতে দেখা গেছে। তবে লিটন ওয়ার্মআপে বাকিদের মতো তৎপর ছিলেন না। গা গরম করার বদলে দাঁড়িয়ে ও বসে থাকতে দেখা যায় অভিজ্ঞ ডানহাতি ব্যাটারকে।

গত সোমবার দুবাইতে আইসিসি একাডেমি মাঠে বাংলাদেশ দলের ব্যাটিং অনুশীলনের সময় পিঠের বাম দিকে টান পড়ে লিটনের। অস্বস্তি অনুভব করায় দ্রুতই মাটিতে বসে পড়েন তিনি। পরে ব্যাটিং অনুশীলনই বন্ধ করে দেন। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম ও প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী সেসময় তার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago