বিপিএলের ইতিহাসে ৩১ ছক্কার নতুন রেকর্ড

ছবি: শেখ নাসির

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সীমানা এমনিতেই বড় নয়। বিপিএল উপলক্ষে তা কমানো হয়েছে আরও। তাতে ছোট হয়ে গেছে মাঠের আকার। সঙ্গে যোগ হয়েছে ব্যাটিংবান্ধব উইকেট। ফলে ব্যাটারদের মিলছে বাড়তি সুবিধা। তারা সেটা কাজে লাগানোয় সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে দেখা গেছে ছক্কার বৃষ্টি।

সোমবার বিপিএলের চলমান আসরের সিলেট পর্বের প্রথম ম্যাচে হয়েছে ছক্কার রেকর্ড। দুই দল মিলিয়ে ছক্কার সংখ্যা ৩১টি। কোনো ম্যাচে এতগুলো ছক্কা বিপিএলের ইতিহাসে এবারই প্রথম। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা সিলেট ৪ উইকেটে ২০৫ রান তোলার পথে মারে ১৬টি ছক্কা। বড় লক্ষ্য তাড়ায় ৬ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী হওয়া রংপুর হাঁকায় ১৫টি ছক্কা।

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এর আগে ভিন্ন দুটি ম্যাচে দেখা গেছে ২৯টি করে ছক্কা। গত মৌসুমে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে হয়েছিল ২৯টি ছক্কা। সেই কীর্তিতে ভাগ বসে চলমান মৌসুমের উদ্বোধনী ম্যাচে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটাররা মিলে মারেন ২৯টি ছক্কা। দুটি নজিরই এবার পড়ে গেল পেছনে।

বাংলাদেশের মাটিতে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডও হয়েছে সিলেট ও রংপুরের দ্বৈরথে। আগের কীর্তি ছিল ৩০টি ছক্কা। ২০১৪ সালের বিশ্বকাপ সিলেটেই আয়ারল্যান্ড-নেদারল্যান্ডস ম্যাচে সেটা দেখা গিয়েছিল।

এদিন রংপুরের জয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন অ্যালেক্স হেলস। ৫৬ বলে ১১৩ রানে অপরাজিত থাকা ইংলিশ তারকা হাঁকান সাতটি ছক্কা। সমান সংখ্যক ছক্কা আসে ৪৯ বলে ৮০ রান করা সাইফ হাসানের ব্যাট থেকে। তারা তাণ্ডব চালিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ১০১ বলে ১৮৬ রান। এছাড়া, পাকিস্তানের ব্যাটার ইফতিখার আহমেদ মারেন একটি ছক্কা।

সিলেটের পক্ষে জাকির হাসান ও আমেরিকান ব্যাটার অ্যারন জোন্স চারটি করে ছক্কা হাঁকান। তিনটি করে ছক্কা আসে জাকির হাসান ও জাকের আলী অনিকের ব্যাট থেকে। দুটি ছক্কা ছিল স্কটিশ ব্যাটার জর্জ মানজির নামের পাশে।

রংপুরের ইনিংসের ১৯তম ওভারে সিলেটের পেসার আল-আমিন হোসেন হজম করেন তিনটি ছক্কা। দ্বিতীয় বলে ইফতিখার ডিপ মিড-উইকেট দিয়ে ছক্কা মারলে ২৯টি ছক্কার আগের রেকর্ড স্পর্শ হয়। এরপর পঞ্চম বলে হেলস থার্ড ম্যান দিয়ে বল সীমানার বাইরে পাঠালে তৈরি হয় নতুন কীর্তি। সেটা আরও মজবুত হয় পরের বলে তিনি ডিপ মিড-উইকেট দিয়ে ছক্কা হাঁকালে। একইসঙ্গে ফয়সালা হয়ে যায় ম্যাচের।

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

15h ago