বিপিএলে ম্যাচ না পাওয়ায় শান্তর আত্মবিশ্বাস হারানোর শঙ্কা দেখেন মিরাজ

Najmul Hossain Shanto & Mehidy Hasan Miraz

প্রথম ম্যাচ শেষের পর বুধবার সন্ধ্যায় মিরপুরে মাঠের চারপাশ ঘুরে রানিং করছিলেন নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের অধিনায়ককে ঘুরতে দেখে গ্যালারির আওয়াজ হলো তুমুল, তবে সেটা তার জন্য সুখকর ছিলো না। গ্যালারি থেকে যে আসছিল- দুয়ো ধ্বনি।  দুয়ো ধ্বনির মাঝেই অবশ্য নিজের কাজে মনোযোগী থাকলেন শান্ত। এবার বিপিএলে শুরুতে পারফর্ম না করায় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজ মনে করেছন ম্যাচ না পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশ্বাসের ভিত কমে যাচ্ছে শান্তর।

বিপিএলে এবার ফরচুন বরিশালের হয়ে পাঁচ ম্যাচে সুযোগ পেয়ে মাত্র ১১.২০ গড় আর ১১৯.১৪ স্ট্রাইকরেটে মোটে ৫৬ রান করেছেন শান্ত।  বুধবার বরিশালের লিগ পর্বের ১১তম ম্যাচেও একাদশে সুযোগ হয়নি বাঁহাতি ব্যাটারের।

এদিন দুপুরে খুলনা টাইগার্সের অনুশীলন শেষ করে গণমাধ্যমে কথা বলেন মিরাজ। শান্তর বিপিএলের মঞ্চে বেঞ্চে বসে থাকা নিয়ে মন্তব্য দেন তিনি,  'দেখেন, আপনি যেটা বললেন সেটা সম্পূর্ণ দলের সমন্বয় বা টিমের (বরিশালের) যারা আছে তারাই ভালো বলতে পারবে। দিনশেষে যেহেতু ও ম্যাচ খেলছে না, এটা অবশ্যই একটা আত্মবিশ্বাসের (সমস্যার) ব্যাপার। মোরাল ডাউন হবে একটা খেলোয়াড়ের। কিন্তু ও এটা কীভাবে নিজেকে মেন্টালি সেট করছে, মেন্টালি কীভাবে গ্রো আপ করবে, সেই হয়তো সিদ্ধান্ত নেবে।' 

শান্তর সঙ্গে বিপিএলের মাঝে এসব নিয়ে কথাও হয়েছে বলে জানান মিরাজ, 'ওর সঙ্গে কথা হয়েছে, কিন্তু ও যেটা চেষ্টা করছে পারফর্ম করতে, পারছে না। প্রথম দিকে সুযোগ পেয়েছিল। কিন্তু যে ধরণের খেলোয়াড়, সে অনুযায়ী পারফর্ম করতে পারেনি। এখনও অনেক ম্যাচ আছে বিপিএলে। আমি আশা করি যে যখন খেলবে, পারফর্ম করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি একটা-দুইটা ম্যাচে রান করতে পারে তাহলে ওরও আত্মবিশ্বাস ধাপটা ভালো থাকবে।'

Comments

The Daily Star  | English
FY2026 Budget,

How the FY2026 budget can make a difference amid challenges

The FY2026 budget must be more than a mere fiscal statement.

21h ago