দেখে নিন বিপিএলের প্লে-অফের সূচি

ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচ দিয়ে শেষ হলো বিপিএলের লিগ পর্ব। এই দ্বৈরথের ফলাফলের মাধ্যমে এটাও নির্ধারিত হলো যে, এবারের আসরের প্লে-অফ পর্বের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচে কে কার মুখোমুখি হবে।

শনিবার রাতে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং। ফলে রংপুর রাইডার্সকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে চিটাগং। দুই দলের পয়েন্ট সমান ১৬ হলেও নেট রান রেট গড়ে দিয়েছে ব্যবধান। চিটাগং (+১.৩৯৫) এগিয়ে আছে রংপুরের চেয়ে (+০.৫৯৬)।

পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বরিশালের প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত ছিল আগেই। হারলেও তাই কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি তাদের। তাদের অর্জন ১৮ পয়েন্ট। আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে তারা মোকাবিলা করবে চিটাগংকে।

প্লে-অফ:

ম্যাচ অংশগ্রহণকারী দল তারিখ সময় ভেন্যু
এলিমিনেটর রংপুর রাইডার্স-খুলনা টাইগার্স ৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩০ মিনিট মিরপুর
প্রথম কোয়ালিফায়ার ফরচুন বরিশাল-চিটাগং কিংস ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট মিরপুর
দ্বিতীয় কোয়ালিফায়ার এলিমিনেটরের জয়ী দল-প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিট মিরপুর

ফাইনাল:

অংশগ্রহণকারী দল তারিখ সময় ভেন্যু
প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল-দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দল ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা মিরপুর

লম্বা সময় পয়েন্ট তালিকার একে থাকলেও শেষমেশ তিনে নেমে যাওয়া রংপুরকে খেলতে হবে এলিমিনেটরে। তাদের প্রতিপক্ষ ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে-অফে ওঠা খুলনা টাইগার্স। সোমবার প্রথম কোয়ালিফায়ারের আগে মুখোমুখি হবে রংপুর ও খুলনা।

চিটাগংয়ের মতো নেট রান রেটের হিসাবে কপাল খুলেছে খুলনার। দিনের আগের ম্যাচে তারা ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে ৬ উইকেটে। এই জয়ে দুর্বার রাজশাহীর সমান ১২ পয়েন্ট জমা হয়েছে খুলনার নামের পাশে। আর তারা (+০.১৮৪) নেট রান রেটে এগিয়ে আছে রাজশাহীর (-১.০৩০) চেয়ে।

প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার। এলিমিনেটরে জয়ী হওয়া দলকে তারা মোকাবিলা করবে আগামী বুধবার।

দুই কোয়ালিফায়ারের জয়ী দল বিপিএলের ২০২৫ সালের আসরের ফাইনালে মুখোমুখি হবে আগামী শুক্রবার। প্লে-অফের সবগুলো ম্যাচ হবে মিরপুরে।

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

3h ago