বিপিএলে ম্যাচ শুরুর আগে মাঠে লুটিয়ে ঢাকার সহকারী কোচের মৃত্যু
বিপিএলে ম্যাচ শুরুর ঠিক আগমুহূর্তে অনুশীলনের সময় আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ে পরে মৃত্যুবরণ করেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। তাকে দ্রুত সিপিআর (প্রাথমিক জরুরি চিকিৎসা) দিয়ে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
জ্যাকির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহী কর্মকর্তা আতিক ফাহাদ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপুরে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে ঢাকা। ম্যাচ শুরুর আগে নির্ধারিত ওয়ার্মআপ সেশন তদারকি করার সময় হঠাৎ সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান জ্যাকি।
ঢাকা ক্যাপিটালসের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, 'অনুশীলন চলাকালীন জ্যাকি হঠাৎ লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে মাঠে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।'
হাসপাতালে নেওয়া হলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যুর খবর আসে।
মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন ধরে বিসিবির তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করছেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিত দেখা যায় তাকে। বিশেষ করে, ২০২০ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং স্টাফের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।


Comments