বিপিএল থেকে বাদ পড়ছে চট্টগ্রাম পর্ব?
সিলেট পর্বে নিজেদের তিন ম্যাচ শেষ করে চট্টগ্রাম চলে গিয়েছিলো 'নোয়াখালী এক্সপ্রেস'। কিন্তু সেখানে শেষ পর্যন্ত খেলা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম সংশয়। দলটি এখন ঢাকায় ফেরার কথা ভাবছে। কারণ বিপিএলের সূচি জটিলতার কারণে বিসিবি চট্টগ্রাম ভেন্যুটি পুরোপুরি বাতিলের পরিকল্পনা করছে বলে জানা গেছে।
বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু দ্য ডেইলি স্টারকে এমন সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে তাদের হাতে বিকল্প খুব কম।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে খেলা হওয়ার কথা ছিল এবং ৫ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচগুলো হওয়ার কথা ছিল চট্টগ্রামে। কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গত মঙ্গলবার ম্যাচ স্থগিত হওয়ায় পুরো সূচি ওলটপালট হয়ে যায়। বুধবার সাধারণ ছুটি থাকায় মঙ্গলবারের ম্যাচগুলো ৪ জানুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে করে ৫ জানুয়ারি চট্টগ্রামে খেলা শুরু করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এ প্রসঙ্গে ইফতেখার রহমান মিঠু বলেন, 'আমরা এই দুই দিন অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। আজ আবারও বৈঠকে বসব। একটি বিকল্প হলো চট্টগ্রামে খেলা না রাখা, আর অন্যটি হলো ফাইনাল পিছিয়ে দেওয়া।'
তিনি আরও যোগ করেন, 'সিলেট থেকে চট্টগ্রামে ব্রডকাস্টিং যন্ত্রপাতি নিতে যে সময় লাগে, সেই সময় বাঁচাতেই মূলত চট্টগ্রাম পর্ব বাতিলের চিন্তা করা হচ্ছে।'
সূচি অনুযায়ী, ঢাকা ক্যাপিটালস ৪ জানুয়ারি রাতে সিলেটে খেলবে রংপুর রাইডার্সের বিপক্ষে। ঠিক পরদিন দুপুরে এই দুই দলেরই চট্টগ্রামে ম্যাচ খেলার কথা ছিল। দুই শহরের দূরত্ব এবং লজিস্টিক সাপোর্টের সীমাবদ্ধতায় এটি কোনোভাবেই বাস্তবসম্মত ছিল না। যদিও ৩ জানুয়ারি সিলেটে বিরতি না দিয়ে খেলা রাখলে এই সংকট কিছুটা এড়ানো যেত, তবে বিসিবি ৪ জানুয়ারি ম্যাচ রাখার সিদ্ধান্তেই অটল থাকে।
বিপিএল শেষ হওয়ার পরপরই বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে ভারত চলে যাবে। ফলে ফাইনাল পেছানোর সুযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে সিলেটের ম্যাচের সংখ্যা বাড়িয়ে বাকি টুর্নামেন্ট পুরোপুরি ঢাকায় নিয়ে আসার পরিকল্পনা করছে বিসিবি।
বিসিবি আনুষ্ঠানিকভাবে লজিস্টিক সমস্যার কথা বললেও নেপথ্যে খরচ কমানোর বিষয়টিও আলোচনায় আসছে। একটি ভেন্যু কমিয়ে ফেললে আয়োজকদের বড় অঙ্কের টাকা সাশ্রয় হবে। তবে একটি ফ্র্যাঞ্চাইজি প্রশ্ন তুলেছে—চট্টগ্রাম পর্বের বিরতির দিনগুলোর যেকোন একদিন(৭ ও ১০ জানুয়ারি) ম্যাচ আয়োজন করে কি এই জট কাটানো সম্ভব ছিল না?


Comments