ড্রয়ের হতাশায় কোপা আমেরিকা অভিযান শুরু ব্রাজিলের

ছবি: এএফপি

বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষের গোলমুখে ১৯টি শট নিল ব্রাজিল। কিন্তু সুযোগ নষ্টের মহড়ায় কাঙ্ক্ষিত গোল থাকল অধরাই।

রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা একবার বল জালে জড়ালেও অফসাইডে তা বাতিল হলো। আরেকবার দুর্ভাগ্যজনকভাবে শট বাধা পেল পোস্টে। ফলে ড্রয়ের হতাশা নিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করল শিরোপাপ্রত্যাশী সেলেসাওরা।

মঙ্গলবার 'ডি' গ্রুপে ব্রাজিল ও কোস্টারিকার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়। দুই দলের আগের ১১ সাক্ষাতে দশবারই জিতেছিল ব্রাজিল, বাকিটিতে কোস্টারিকা। অর্থাৎ এই প্রথম তাদের মধ্যকার কোনো লড়াই ড্র হলো।

এই গ্রুপের আরেক ম‍্যাচে প‍্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago