চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ভারতের পেসার বুমরাহ

ছবি: এএফপি

শেষ পর্যন্ত সত্যি হলো ভারতের তারকা জাসপ্রিত বুমরাহকে ঘিরে থাকা শঙ্কা। চোটের কারণে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ডানহাতি পেসার। এছাড়া, পূর্বঘোষিত প্রাথমিক দলে থাকা যশস্বী জয়সওয়ালকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়গুলো নিশ্চিত করেছে। পিঠের নিচের অংশের চোটে ভুগছেন বুমরাহ। তার বদলি হিসেবে স্কোয়াডে যোগ করা হয়েছে আরেক ডানহাতি পেসার হার্শিত রানাকে। বাঁহাতি ওপেনার জয়সওয়ালের বদলি হিসেবে ঠাঁই পেয়েছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহর না খেলতে পারাটা নিশ্চিতভাবেই ভারতের জন্য বিশাল দুঃসংবাদ। কারণ, শিরোপাপ্রত্যাশী দলটির পেস আক্রমণের নেতা তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষদিকে তিনি চোটে পড়েন। ওই সফরে প্রচুর বোলিংয়ের কারণে তার শরীরের ওপর ধকল পড়েছে। এতে গত জানুয়ারির শুরুতে সিডনিতে অনুষ্ঠিত পঞ্চম টেস্টের শেষদিনে বল করতে পারেননি তিনি। সেই চোটই শেষ করে দিয়েছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা।

জয়সওয়ালের বাদ পড়ার কোনো কারণ প্রকাশ করেনি বিসিসিআই। তবে রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় আছেন তিনি। সেখানে থাকা বাকি দুজন হলেন পেসার মোহাম্মদ সিরাজ ও অলরাউন্ডার শিবাম দুবে। প্রয়োজন পড়লে তারা ভারত থেকে দুবাইতে উড়ে যাবেন।

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপে আছেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও রিশভ পান্ত। এদের মধ্যে রাহুল ও পান্ত দুজন উইকেটরক্ষক। স্কোয়াডে থাকা চার অলরাউন্ডার হলেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর। বিশেষজ্ঞ পেসার হিসেবে আছেন মোহাম্মদ শামি, আর্শদীপ সিং ও রানা। আর দুজন বিশেষজ্ঞ স্পিনার হলেন কুলদীপ যাদব ও বরুণ।

আট বছরের বিরতির পর আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। পাকিস্তান মূল আয়োজক হলেও সেখানে যেতে অস্বীকৃতি জানানো ভারতের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। 'এ' গ্রুপে তাদের সঙ্গে আছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের চূড়ান্ত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, রিশভ পান্ত ও রবীন্দ্র জাদেজা।

রিজার্ভ: যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ ও শিবাম দুবে।

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago