আজহারউদ্দিনের ক্যাচের রেকর্ড ভেঙে গর্বিত কোহলি

ছবি: এএফপি/এক্স

দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ভারতের ৬ উইকেটে জয়ের ম্যাচে দুটি ক্যাচ নেন বিরাট কোহলি। প্রথমটির মাধ্যমে ফিল্ডার হিসেবে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এককভাবে নিজের করে নেন তিনি। পরেরটিতে আরও সমৃদ্ধ করেন নিজের কীর্তি। সময়ের অন্যতম সেরা ব্যাটার এই অর্জনকে দেখছেন ফিল্ডিংয়ে দেখানো নিবেদনের পুরস্কার হিসেবে।

গতকাল রোববার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে কোহলি হন ম্যাচসেরা। এর আগে পাকিস্তানের ইনিংসের ৪৭তম ওভারে নাসিম শাহের এবং শেষ ওভারে খুশদিল শাহের ক্যাচ নেন তিনি। ২৯৬ ইনিংসে ফিল্ডিং করে তার ক্যাচের সংখ্যা এখন ১৫৮টি। তিনি টপকে গেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে। ভারতের সাবেক অধিনায়ক ৩৩২ ইনিংসে নিয়েছিলেন ১৫৬টি ক্যাচ। ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন কোহলি। আজহারউদ্দিন ওয়ানডেতে শেষ ক্যাচটি নিয়েছিলেন ২০০০ সালে।

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়ে নিজেকে উজাড় করে দেওয়া নিয়ে ম্যাচের পর কোহলি বলেন, 'আমার দায়িত্ব হলো আমার দক্ষতার ওপর মনোযোগ দেওয়া এবং দলের জন্য যতটা সম্ভব ভূমিকা রাখতে পারা।'

দেশের জার্সিতে আরেকটি রেকর্ড গড়তে পেরে গর্বিত তিনি, 'আমার মনে হয়, এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখনই আমি একটু হতাশ বোধ করি, তখনই আমি মাঠে (ফিল্ডিংয়ের সময়) নিজেকে বলি যে, প্রতিটি বলের জন্য আমার শতভাগ নিবেদন করব এবং মাঝে মাঝে এই কঠোর পরিশ্রমের পুরষ্কার পাব। এজন্যই আমি কঠোর পরিশ্রম এবং মাঠের সবখানে দৌড়াদৌড়ির জন্য অনেক গর্ববোধ করি।'

আর দুটি ক্যাচ নিলে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচ নেওয়া ফিল্ডারদের তালিকায় দুইয়ে থাকা রিকি পন্টিংকে ছুঁয়ে ফেলবেন কোহলি। ৩৭২ ইনিংসে ১৬০টি ক্যাচ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা। শীর্ষে অবস্থান করা মাহেলা জয়াবর্ধনে অবশ্য অনেকটা ব্যবধানে এগিয়ে আছেন। ৪৪৩ ইনিংসে ২১৮টি ক্যাচ লুফেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।

একই ম্যাচে ওয়ানডেতে সবচেয়ে সেঞ্চুরির রেকর্ডকেও সমৃদ্ধ করেন কোহলি। ২৯৯ ম্যাচে ২৮৭ ইনিংসে ব্যাটিং করে তার সেঞ্চুরি এখন ৫১টি। ২৪২ রানের লক্ষ্য তাড়ায় তিনি ১১১ বলে সাতটি চারের সাহায্যে খেলেন ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংস। দুইয়ে থাকা ভারতের সাবেক তারকা শচিন টেন্ডুলকার ৪৬৩ ম্যাচের ৪৫২ ইনিংসে করেছিলেন ৪৯টি সেঞ্চুরি।

Comments

The Daily Star  | English

US retailers lean on suppliers to absorb tariffs

Rather than absorbing the cost or immediately passing it on to consumers, many US apparel retailers and brands have turned to their suppliers in Bangladesh, demanding they share the pain

5h ago