এশিয়া কাপ

ফাইনালে অভিষেকের সামনে তিনটি রেকর্ড গড়ার হাতছানি

ছবি: এএফপি

চলমান এশিয়া কাপে চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দিয়ে চলেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। বিস্ফোরক ব্যাটিংয়ে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে রানের বন্যা বইয়ে দিয়েছেন আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার। সেই ধারা বজায় রাখতে পারলে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে তিনটি রেকর্ড নিজের করে নেবেন তিনি।

এশিয়া কাপের শিরোপা নির্ধারণী মঞ্চে আগামীকাল রোববার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। গ্রুপ পর্বে ও সুপার আগের দুই সাক্ষাতে অনায়াসে পাকিস্তানকে হারানো অভিষেকরা মাঠে নামবেন ফেভারিট হিসেবে।

গতকাল শুক্রবার দুবাইতে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচেও গর্জে ওঠে বাঁহাতি অভিষেকের ব্যাট। মাত্র ৩১ বল খেলে আটটি চার ও দুটি ছক্কায় তিনি খেলেন ৬১ রানে ইনিংস। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা সবচেয়ে বেশি ইনিংসে (সাতটি) ত্রিশোর্ধ্ব রান করার কীর্তিতে রোহিত শর্মা ও মোহাম্মদ রিজওয়ানের পাশে বসেন তিনি। ফাইনালে ফের ৩০ বা এর বেশি রান করলে রেকর্ডটি এককভাবে তার হয়ে যাবে।

অভিষেকের দুরন্ত গতিতে ছুটে চলার শুরুটা হয়েছিল গত ফেব্রুয়ারিতে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ১৩৫ রানের ঝলমলে ইনিংস। আর সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এবারের এশিয়া কাপে তাকে আউট করা বোলারদের জন্য হয়ে পড়েছে রীতিমতো দুঃসাধ্য।

গ্রুপ পর্বে স্বাগতিকদের বিপক্ষে ৩০ রানের পর পাকিস্তান ও ওমানের বিপক্ষে তার ব্যাট থেকে আসে যথাক্রমে ৩১ ও ৩৮ রান। এরপর সুপার ফোরে আরও তেতে উঠে টানা তিনটি ফিফটি হাঁকান অভিষেক। পাকিস্তানের বিপক্ষে ৭৪, বাংলাদেশের বিপক্ষে ৭৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ রান করেন তিনি।

টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ তিনটি ফিফটির কীর্তিতে বিরাট কোহলি, রিজওয়ান ও পাথুম নিসাঙ্কাকে স্পর্শ করেছেন অভিষেক। ফাইনালে আরেকটি হাফসেঞ্চুরি হাঁকালে রেকর্ডটি নিজের করে নেবেন তিনি।

এশিয়া কাপ টি-টোয়েন্টির কোনো আসরে সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য ইতোমধ্যে গড়ে ফেলেছেন অভিষেক। চলমান আসরে ছয় ইনিংসে ৫১.৫০ গড় ২০৪.৬৩ স্ট্রাইক রেটে তার রান ৩০৯। এশিয়া কাপের এক আসরে তিনশ রানের কীর্তি নেই আর কারও।

ফাইনালে অন্তত ২৩ রান করতে পারলে আরেকটি রেকর্ডের মালিক হবেন অভিষেক। টেস্ট খেলুড়ে দেশগুলোর ব্যাটারদের মধ্যে কোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে সবচেয়ে রান হয়ে যাব তার। বর্তমানে কীর্তিটি রয়েছে ইংল্যান্ডের ফিল সল্টের দখলে। তিনি ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ইনিংসে করেছিলেন ৩৩১ রান।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

8h ago