রিয়ালকে কোথায় আঘাত করতে পারবেন আগেই জানতেন সিমিওনে

ছবি: এক্স

৭৫ বছর পর প্রথমবারের মতো নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জালে পাঁচ গোল দিল অ্যাতলেতিকো মাদ্রিদ। লা লিগায় রোমাঞ্চকর ডার্বিতে এক পর্যায়ে পিছিয়ে পড়লেও তারা দারুণভাবে ঘুরে দাঁড়াল।

শনিবার ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ৫-২ গোলের বড় ব্যবধানে জিতেছে অ্যাতলেতিকো। ফলে এবারের ২০২৫-২৬ মৌসুমে প্রথম হারের তেতো স্বাদ মিলেছে রিয়ালের।

হুলিয়ান আলভারেজের জোড়া লক্ষ্যভেদের পাশাপাশি অ্যাতলেতিকোর হয়ে গোলের দেখা পান রবিন লে নরমঁদ, আলেকসান্দার সরলথ ও আঁতোয়ান গ্রিজমান। রিয়ালের গোলদাতারা হলেন কিলিয়ান এমবাপে ও আরদা গুলার।

মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকো পাঁচ বা এর চেয়ে বেশি গোল করল এই নিয়ে মাত্র চারবার। শেষবার এমনটা হয়েছিল ১৯৫০ সালের নভেম্বরে, যখন তারা রিয়ালকে ৬-৩ গোলে বিদ্ধস্ত করেছিল।

স্মরণীয় জয়ের পর কান্না ধরে রাখতে পারেননি অ্যাতলেরিকোর আর্জেন্টাইন কোচ সিমিওনে। তিনি স্বীকার করেন যে, মৌসুমের শুরুটা তাদের জন্য কঠিন ছিল। লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছিল দলটি। তাছাড়া, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে নাটকীয় হারের তেতো স্বাদও ভোগ করতে হয়েছে তাদের।

১৪ বছর ধরে অ্যাতলেতিকোর কোচের ভূমিকায় থাকা সাবেক ফুটবলার বলেন, 'ভেতরে অনেক রকমের অনুভূতি আছে। মৌসুমটা কঠিনভাবে শুরু হয়েছিল। আর অনেকের প্রচেষ্টা আছে যা আপনারা দেখতে পান না। সব মিলিয়ে অসাধারণ ছিল।'

তিনি আরও যোগ করেন, 'ম্যাচের শুরু থেকেই আমরা জানতাম কোথায় কোথায় আঘাত করতে পারি। আমি মনে করি, তারা দুই গোল করলেও আমরা দল হিসেবে ভালো করেছি।'

হারলেও সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপা শীর্ষেই থাকছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট পাওয়া গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা দুইয়ে আছে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে অ্যাতলেতিকো।

Comments