‘প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলা উচিত ছিল পাকিস্তানের’

Ramiz Raza

ভারতের বিপক্ষে একপেশে হারের পর পাকিস্তানের ক্রিকেটে উত্তাল সমালোচনার সমুদ্র। রমিজ রামা এবার প্রশ্ন তুললেন চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি নিয়ে। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, সবার আগে বাংলাদেশের সঙ্গে খেলা উচিত ছিল স্বাগতিকদের। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন সহজ ম্যাচ দিয়েই আসর শুরু করা উচিত ছিলো তাদের। 

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতোমধ্যে 'এ' গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পাকিস্তান ও বাংলাদেশের। স্বাগতিকরা নিজেদের প্রথম ম্যাচে করাচির জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে ৬০ রানে। মোহাম্মদ রিজওয়ানের দলকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত হারিয়েছে ৬ উইকেটে। 

গত রবিবার মাঠে গড়ানো ম্যাচে পাকিস্তানের দেওয়া ২৪২ রানের লক্ষ্য ৪৫ বল হাতে রেখে তাড়া করেছে ভারত। সেদিন নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, 'আমি ভাবছিলাম কেন পাকিস্তান তাদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে খেললো। পাকিস্তানের প্রথম ম্যাচ খেলা উচিত ছিল বাংলাদেশের সঙ্গে। যদিও বাংলাদেশ একটি শক্তিশালী দল, তবুও তুলনায় এটি সহজ ম্যাচ ছিল তাদের জন্য।'

পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮ হাজারের বেশি রান করেছেন রমিজ। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বও সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। ডানহাতি এই ব্যাটার সূচি নিয়ে প্রশ্ন তোলার পেছনের কারণ হিসেবে বলেছেন, 'প্রথমে যদি বাংলাদেশের মুখামুখি হতো পাকিস্তান, চাপ দুই দলের মধ্যে সমানভাবে বণ্টন হতো। তার পরিবর্তে, নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় ভারত ম্যাচ হয়ে গেল বাঁচা-মরার।'

চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে ১৯৯৬ সালের পর প্রথমবার আইসিসি ইভেন্টের আয়োজক হয়েছে পাকিস্তান। কিন্তু প্রথম দুই ম্যাচের পরই ঘরের মাঠের আসর থেকে বিদায় নিতে হচ্ছে রিজওয়ানদের। আগামী বৃহস্পতিবার বিকাল তিনটায় নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলই হতাশাজনক পারফরম্যান্স করেছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে শেষটা সুন্দর করার চাওয়া থাকবে তাদের।
 

Comments

The Daily Star  | English
foreign travel rules for government officials Bangladesh

Advisers, secretaries flouting foreign travel rules

CA upset over repeated violations; officials urged to follow directives ahead of election

2h ago