চ্যাম্পিয়ন্স ট্রফি

এক ভেন্যুতে খেলার সুবিধা প্রসঙ্গে যা বললেন শামি 

Mohammad SHami
ফাইল ছবি: রয়টার্স

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলের কারণে ভারত তাদের সবগুলো ম্যাচ এক ভেন্যুতে খেলার সুবিধা পাচ্ছে। ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সেখানে বাড়তি সুবিধার কথা না মেনে কড়া জবাব দিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মাও অস্বীকার করেছেন। তবে কোচ ও অধিনায়কের থেকে এদিক থেকে কিছুটা ভিন্ন মত পেসার মোহাম্মদ শামির। 

মঙ্গলবার প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নিয়ে অবদান রেখেছেন শামি। আইসিসি টুর্নামেন্টে সংবাদ সম্মেলনের পাশাপাশি উপস্থিত গণমাধ্যম-কর্মীদের সঙ্গে মিক্সড জোনে কথা বলার ব্যবস্থা করা হয়।

ফাইনালে জায়গা করে নেওয়ার পর ভারত দল থেকে শামিকে পাঠানো হয় মিক্সড জোনে। এক ভেন্যুতে সব ম্যাচ খেলা তার কাজে আসছে কিনা, এমন প্রশ্নের জবাবে শামির মত, 'কন্ডিশন এবং পিচের আচরণ সম্পর্কে আমাদের জানা আছে বলে এটা অবশ্যই আমাদের সাহায্য করেছে। এটা প্লাস পয়েন্ট যে আপনি এক ভেন্যুতে সব ম্যাচ খেলছেন।'

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর চোটে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন শামি। ২০২৪ সালে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি। এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ দিয়ে ফিরেছেন তিনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছেন এই পেসার। 

আইসিসির চলতি আসরে স্পিন-নির্ভর আক্রমণ নিয়ে খেলছে ভারত। জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে শামির ওপর থাকা ভারতের পেস আক্রমণের দায়িত্ব অনেকটুকু বেড়ে গেছে। এতে তিনি অভ্যস্ত জানিয়ে শামি বলেন, 'আপনি যখন একা মূল ফাস্ট বোলার হবেন এবং অন্যজন একজন অলরাউন্ডার, তখন আপনাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এবং উইকেট আদায় করতে হবে। অন্যদের কাজ সহজ করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি এবং শতভাগের বেশি দিচ্ছি।'

প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছেন শামি এবারই। ৯ মার্চ ফাইনালের দিনটা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন তিনি।

 

Comments

The Daily Star  | English

US halts new student visa interviews

The State Department prepares to expand social media vetting of foreign students.

8h ago