সোবহানার ফিফটির পর রাবেয়ার ঝড়ে বাংলাদেশের ১৭৮

সোবহানা মোস্তারি। ছবি: এএফপি

ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফিফটির স্বাদ নিয়ে বাংলাদেশকে লম্বা সময় টানলেন সোবহানা মোস্তারি। যদিও অন্যপ্রান্তে শারমিন আক্তার ছাড়া বাকিরা আসা-যাওয়ার মধ্যে থাকায় দলীয় সংগ্রহ দেড়শ পর্যন্ত পৌঁছানো নিয়ে ছিল শঙ্কা। তবে শেষদিকে চার-ছক্কায় রাবেয়া খানের ব্যাট উত্তাল হয়ে ওঠায় টাইগ্রেসদের পুঁজি কিছুটা বাড়ল।

মঙ্গলবার গুয়াহাটিতে আইসিসি নারী বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করেছে তারা। ২ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে লাল-সবুজ জার্সিধারীরা তুলেছে ১৭৮ রান।

ষষ্ঠ ওভারে ক্রিজে যাওয়া ডানহাতি ব্যাটার সোবহানা টিকে থাকেন ৪৭তম ওভার পর্যন্ত। তিনে নেমে তিনি খেলেন ৬০ রানের ইনিংস। ১০৮ বল মোকাবিলায় আটটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকে। নয়ে নেমে অলরাউন্ডার রাবেয়া তোলেন ঝড়। ক্যারিয়ারসেরা ব্যাটিংয়ে তিনি মাত্র ২৭ বলে অপরাজিত থাকেন ৪৩ রানে। ছয়টি চারের সঙ্গে বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কাটি মারেন তিনি।

ওপেনার শারমিন ৫২ বলে ছয়টি চারের সাহায্যে করেন ৩০ রান। দুই অঙ্কের ঘরে আর যান কেবল স্বর্ণা আক্তার। ১০ রান করতে তার লাগে ২৩ বল। বাকি ব্যাটাররা কেউ সুবিধা করতে পারেননি। বাংলাদেশের ব্যাটিং লাইনআপের নির্ভরতার প্রতীক ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি হন ব্যর্থ। ২ বল খেলে তিনি আউট হন শূন্যতে। অতিরিক্ত খাত থেকে আসে ১৭ রান।

২৯ বলে ২৪ রানের উদ্বোধনী জুটির পর মিড অফে ক্যাচ তুলে বিদায় নেন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান রুবাইয়া হায়দার। জ্যোতিও এক্সট্রা কভারে ক্যাচ দিয়ে টিকতে না পারলে চাপে পড়ে যায় বাংলাদেশ। এরপর কয়েকটি জুটি আভাস দিয়েও হয়নি বড়। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় রানের চাকা ধীরগতির হয়ে পড়ে।

তৃতীয় উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৬০ বলে ৩৪ রানের জুটি গড়েন শারমিন ও সোবহানা। উইকেটের পেছনে গ্লাভসবন্দি হন শারমিন। স্বর্ণাও ধরা পড়েন উইকেটরক্ষকের গ্লাভসে। ঋতু মনি ক্যাচ দেন ডিপ মিডউইকেটে। ফ্লাইটে পরাস্ত হয়ে বোল্ড হন ফাহিমা খাতুন। এক্সট্রা কভারে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন নাহিদা আক্তার।

একপাশে টিকে থাকা সোবহানা ফিফটিতে পৌঁছান ৯২ বলে। তার সঙ্গে রাবেয়ার অষ্টম উইকেট জুটিতে আসে ২৩ বলে ২৬ রান। সোবহানা এলবিডব্লিউ হওয়ার পরের বলে গোল্ডেন ডাকের তেতো স্বাদ নেন মারুফা আক্তার। শেষ উইকেটে সানজিদা আক্তার মেঘলার সঙ্গে রাবেয়ার জুটিতে ১৬ বলে ২১ রান আসলে বাংলাদেশ ১৭৮ রান পর্যন্ত পৌঁছায়।

উড়িয়ে মারতে গিয়ে মেঘলা মিড অনে ধরা পড়লে থামে টাইগ্রেসরা। ক্রিজে গিয়েই মারতে শুরু করা রাবেয়ার কল্যাণে শেষ ৪০ বলে ৪৮ রান আনে তারা। ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন ২৪ রানে শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন লিন্সি স্মিথ, চার্লি ডিন ও অ্যালিস ক্যাপ্সি।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago