আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে যত রেকর্ড

আইসিসি নারী বিশ্বকাপ দেখল রোমাঞ্চকর এক ম্যাচ। ভারতের বিপক্ষে নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া রোমাঞ্চকর তিন উইকেটের জয় তুলে নিয়েছে। ভারতের ৩৩০ রান তারা পেরিয়ে গেছে ১ ওভার আগে।

এই ম্যাচ শুধু দুই দলের দুর্দান্ত ব্যাটিংই নয়, বরং নারী ক্রিকেটের রেকর্ড বইয়ের একাধিক অধ্যায় নতুন করে লেখা হয়েছে।

নারী ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া
অস্ট্রেলিয়ার এই অসাধারণ জয় নারী ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ সফল রান তাড়া। তারা ছাড়িয়ে গেছে গত বছর পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ৩০২ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ডকে। একই সঙ্গে এটি নারী বিশ্বকাপের ইতিহাসেও সর্বোচ্চ রান তাড়া, যেখানে আগের রেকর্ড ছিল ২০২২ সালে অকল্যান্ডে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার করা ২৭৮ রান।
অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি দলের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'পুরো দল যেভাবে স্নায়ুচাপ সামলেছে, তাতে আমি দারুণ খুশি। এই ম্যাচ অনেক দিন স্মরণীয় থাকবে।'

নারী বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ ইনিংস
ভারত যদিও জয়ের দেখা পায়নি, তবে তাদের ব্যাটিং পারফরম্যান্স ছিল রেকর্ড ভাঙা। তাদের ৩৩০ রানের ইনিংস নারী বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ সংগ্রহ, যা ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ৩১৭/৮ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

নারী ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সম্মিলিত রান
দুই দলের সম্মিলিত ৬৬১ রান নারী ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এর চেয়ে বেশি রান এসেছে কেবল দুটি ম্যাচে — গত মাসে দিল্লিতে একই দুই দলের মধ্যে (৭৮১ রান), এবং ২০১৭ সালের বিশ্বকাপে ব্রিস্টলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে (৬৭৯ রান)।

নারী বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ড
নারী বিশ্বকাপে এক ম্যাচে সর্বাধিক ছক্কার রেকর্ডও ভাঙল এই ম্যাচে।
ভারত মেরেছে সাতটি ছক্কা, যার মধ্যে তিনটি এসেছে স্মৃতি মন্ধানার ব্যাট থেকে, আর অস্ট্রেলিয়া ছক্কা মেরেছে ছয়টি—সব মিলিয়ে ম্যাচে ১৩টি ছক্কা।

বিশ্বকাপে অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ ইনিংস
অ্যালিসা হিলির অনবদ্য ১৪২ রান নারী বিশ্বকাপ ইতিহাসে কোনো অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ ইনিংস। তার ওপরে কেবল আরও দুই অস্ট্রেলীয় রয়েছেন—বেলিন্ডা ক্লার্ক (২২৯* বনাম ডেনমার্ক, ১৯৯৭) এবং মেগ ল্যানিং (১৫২* বনাম শ্রীলঙ্কা, ২০১৭)।

৩৭ বছর পর ইতিহাস গড়লেন আনাবেল সাদারল্যান্ড
আনাবেল সাদারল্যান্ডের দুর্ধর্ষ বোলিং (৫/৪০) ম্যাচের গতিপথ পাল্টে দেয়। এই টুর্নামেন্টে তিনি প্রথম বোলার যিনি পাঁচ উইকেট নিয়েছেন, এবং অস্ট্রেলিয়ার ইতিহাসে চতুর্থ খেলোয়াড় যিনি বিশ্বকাপে এমন কীর্তি গড়লেন। লিন ফুলস্টন ১৯৮৮ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে শেষবার এমন কীর্তি করেছিলেন।

স্মৃতি মন্ধানার জাদুকরী রেকর্ড
স্মৃতি মন্ধানা আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন—মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় নারী হিসেবে ৫০০০ ওয়ানডে রান পূর্ণ করেছেন। মাত্র ২৯ বছর বয়সে নিজের ১১২তম ম্যাচে তিনি এই কীর্তি গড়েছেন, যা তাকে করেছে সবচেয়ে কম বয়সী ও দ্রুততম এই মাইলফলকে পৌঁছানো ব্যাটার। এছাড়া মন্ধানা নারী ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান পার করেছেন। ২০২৫ সালে এখন পর্যন্ত ১৮ ম্যাচে তার রান ১০৬২, যেখানে রয়েছে চারটি শতক ও চারটি অর্ধশতক।

Comments

The Daily Star  | English

A DARK DAY FOR INDEPENDENT JOURNALISM

They can burn our office, not our resolve

50m ago