নারী বিশ্বকাপ

ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনালের আগে কৌতূহল উদ্দীপক কিছু তথ্য

india women vs south africa women final

ভারতের নারী দল ও দক্ষিণ আফ্রিকার নারী দল আজ ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে। প্রথমবারের মতো আইসিসি নারী বিশ্বকাপের শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মুখোমুখি হচ্ছে  মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে।

টুর্নামেন্টের শুরুতে ৬৯ ও ৯৭ রানে গুটিয়ে যাওয়ার বিব্রতকর পরিস্থিতি থেকে দক্ষিণ আফ্রিকা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এসেছে ফাইনাল পর্যন্ত, অন্যদিকে ভারত সেমিফাইনালে শিরোপাধারী অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড রান তাড়া করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

ফাইনাল ম্যাচের আগে কিছু আকর্ষণীয় তথ্য:

  • দক্ষিণ আফ্রিকা আত্মবিশ্বাস পেতে পারে এই তথ্য থেকে যে তারা বিশ্বকাপে ভারতের বিপক্ষে টানা তিনটি ম্যাচে জয় পেয়েছে, যার মধ্যে এই আসরের লিগ পর্বের ম্যাচও আছে। দুই দল বিশ্বকাপ মঞ্চে মুখোমুখি হয়েছে ছয়বার, বাকি তিনবার জিতেছে ভারত।
  • সামগ্রিকভাবে ওয়ানডে ফরম্যাটে ভারতের রেকর্ড অনেক ভালো — দুই দলের ৩৪ ম্যাচে ভারত জিতেছে ২০টিতে, দক্ষিণ আফ্রিকা ১৩টিতে, আর একটি ম্যাচ থেকে ফল আসেনি।
  • এই প্রথমবারের মতো কোনো ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড — দুই ঐতিহ্যবাহী দল — কেউই নেই।
  • ভারত তৃতীয়বারের মতো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছে। এর আগে তারা ২০০৫ ও ২০১৭ সালে ফাইনাল খেলেছিল, কিন্তু এখনো শিরোপা জিততে পারেনি। কোনো দল তিনবার ফাইনাল খেলেও শিরোপা না জেতার নজির নেই।
  • এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দল মেরেছে মোট ৩১টি ছক্কা — যা কোনো দলের মধ্যে সর্বোচ্চ।
  • এক আসরে সর্বাধিক রান করার রেকর্ড থেকে আর ৪০ রান দূরে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট। এই রেকর্ডটি বর্তমানে অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলির দখলে, তিনি ২০২২ সালে করেছিলেন ৫০৯ রান। উলভার্টের সংগ্রহ বর্তমানে ৪৭০ রান।

 

Comments

The Daily Star  | English

Tarique Rahman thanks all concerned for dignified farewell of Khaleda Zia

Expresses gratitude to CA, state agencies, foreign missions, security forces, journalists

20m ago