ভারতের বিপক্ষে নিয়মরক্ষার শেষ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। ভারতের সেমি-ফাইনালও নিশ্চিত। টুর্নামেন্টের বিচারে অর্থহীন ম্যাচটাতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। বৃষ্টির কারণে অনেক দেরিতে হওয়া টস হেরে বিদায়ী ম্যাচে আগে ব্যাট করবেন নিগার সুলতানা জ্যোতিরা।
ভারতের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে নির্ধারিত সময়ে বৃষ্টির কারণে টস হয়নি। প্রায় ৪০ মিনিট পর হওয়া টস জিতে হারমানপ্রিত কাউর আগে ফিল্ডিং বেছে নেন।
টস হেরে ব্যাটিং পেলেও সমস্যা দেখছেন না জ্যোতি। তার মনে হচ্ছে স্কোর বোর্ডে কিছু রান জমা করে লড়াই করতে পারবেন তারা। তার মতে ২৩০ রান করতে পারলে জেতা সম্ভব।
সেমিফাইনালের আগে নিয়মিত একাদশের একাধিক তারকাকে বিশ্রামে রেখেছে ভারত।
বাংলাদেশ একাদশ: সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার, সোবহানা মুশতারি, নিগার সুলতানা জ্যোতি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, নাহিদা আক্তার, নিশিতা আক্তার নিশি, মারুফা আক্তার।
ভারত একাদশ: প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, হারলেন দেউল, জেমাইমা রদ্রিগেজ, হারমানপ্রিত কাউর, দীপ্তি শর্মা, উমা চেত্রি, আমজুত কাউর, রাধা যাদব, শ্রী চেরানি, রেনুকা সিং ঠাকুর।


Comments