দারুণ-বোলিং ফিল্ডিংয়ে পাকিস্তানকে অল্প রানে গুটিয়ে দিল বাংলাদেশ

প্রথম ওভারেই দারুণ দুই সুইংঙ্গারে পাকিস্তানের দুই টপ অর্ডার ব্যাটারের স্টাম্প উপড়ে ফেললেন মারুফা আক্তার। তার বেধে দেওয়া সুর ধরে মাঝের ওভারে পাকিস্তানের ইনিংসে বারবার হানা দিলেন নাহিদা আক্তার, রাবেয়া খানরা। দারুণ বোলিং-ফিল্ডিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রাখল বাংলাদেশ।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১২৯ রানে অলআউট করে ফেলেছে বাংলাদেশ। লেগ স্পিনার স্বর্ণা আক্তার ৫ রানে ৩ উইকেট নিয়ে পরিসংখ্যানে দলের সফলতম বোলার। তবে শেষ দিকে তার উইকেট পাওয়ার আগেই পাকিস্তানের ইনিংসের ভিত ভেঙে দেন বাকিরা। পেসার মারুফা ৩১ রানে পান ২ উইকেট। ফিল্ডিংয়েও তিনি ছিলেন চোখ ধাঁধানো। বাঁহাতি স্পিনার নাহিদা ১৯ রানে নেন ২ উইকেট। নিশিতা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান প্রত্যেকে পেয়েছেন ১ উইকেট করে।
গত বছর কয়েক ধরেই দলের সেরা পেসার মারুফা, বেশিরভাগ ম্যাচে পেস আক্রমণে একা ভার বহন করেন তিনি। দুই দিকে স্যুইং করানো সামর্থ্য মারুফাকে করে আলাদা। এদিন শুরু থেকেই ভেতরে ঢোকানো বলে ব্যাটারদের ভোগান্তির কারণ হন তিনি। ওমানিয়া সোহাইল ও সিদ্রা আমিনকে মোহনীয় দুই ডেলিভারিতে বোল্ড করে করেন শুরু।
এরপর রামেন শামীমকে নিয়ে ৪২ রানের জুটিতে প্রতিরোধ করেছিলেন মুনিবা আলি। নাহিদা এসে মুনিবা ও রামেনের কাঁটা সরান পর পর। রাবেয়া খান মাঝের ওভারে রান আটকে চাপে ফেলে ফেরান সিদ্রা নাওয়াজকে। রান খরায় ভোগা হতাশ হয়ে নিশিতার বলে ক্যাচ দেন আলিয়া রিয়াজ। অধিনায়ক ফাতিমা সানাকে ফিরিয়ে ফাহিমা রাখেন অবদান। শেষ দিকে দিয়ানা বেগ কিছু রান বাড়ালেও লক্ষ্যটা বেশ নাগালেই পেয়েছে বাংলাদেশ।
Comments