বিশ্বকাপ জেতা হারমানপ্রীত, স্মৃতিরা পাচ্ছেন বিপুল অঙ্কের আর্থিক পুরস্কার
প্রথমবারের মতন নারী বিশ্বকাপে ভারতকে শিরোপা এনে দিয়েছেন হারমানপ্রীত কাউর, স্মৃতি মান্ধানারা। ঐতিহাসিক এই অর্জনের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার পেতে যাচ্ছেন তারা।
বিশ্বকাপ জেতায় এমনিতেই আইসিসি থেকে ভারতীয় দলের প্রাপ্তি ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশের টাকার অঙ্কে ৫৪ কোটি ২৬ লাখ। এর বাইরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের টাকার অঙ্কে যা ৭০ কোটি ৪২ লাখের মতন।
অর্থাৎ দুই দিকের পুরস্কার মিলিয়ে বিজয়ী দল পাচ্ছে প্রায় ১২৫ কোটি টাকা।
রোববার রাতে নাবি মুম্বাইতে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। নারীদের ক্রিকেটে যা দলটির প্রথম বৈশ্বিক শিরোপা।
এরপর বিসিসিআইর সেক্রেটারি দেবজিত সাইকা বলেন, 'এই অর্থ তাদের অবদানের প্রতি সামান্য নিবেদন। শিরোপা জেতা নারী দলের জন্য থাকছে ৫১ কোটি রুপি। দলের সব খেলোয়াড়, সাপোর্ট স্টাফ ও জাতীয় নির্বাচক কমিটি পাবে এই অর্থ।'
তিনি জানান সাবেক বিসিসিআই সেক্রেটারি ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ নারী ক্রিকেটারদের প্রাইজমানি ৩০০ শতাংস বাড়িয়েছেন।
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতন ভারতের নারী ক্রিকেটারদের ম্যাচ ফি পুরুষ ক্রিকেটারদের সমান। এবার বিপুল অঙ্কের প্রাইজমানিতেও তারা একই কাতারে থাকলেন। যা ভারতের নারী ক্রিকেটের উন্নয়নে একটা মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


Comments