শেষ ম্যাচে বড় হারের পথে থাকা জ্যোতিদের বাঁচালো বৃষ্টি
টসের সময়েই হানা দিয়েছিলো বৃষ্টি, দেরিতে টসের পর খেলা কিছুটা এগুতে ফের এলো বৃষ্টির বাধা। ২৭ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশের মামুলি লক্ষ্য অনায়াসে পেরিয়ে যাওয়ার পথে ছিলো ভারত। তবে আরও এক দফা বৃষ্টিতে শেষ পর্যন্ত ম্যাচটি ভেস্তে গেছে।
মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
আগে ব্যাট করে ২৭ ওভারে ৯ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশের মেয়েরা। ডিএলএস মেথডে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১২৬ রানের। ৮.৪ ওভারে বিনা উইকেটে স্বাগতিকরা ৫৭ রান তোলার পর ফের নামে বৃষ্টি। এবার মাত্রা বেশি থাকায় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। কমপক্ষে ২০ ওভার না হওয়ায় ফলও আসেনি। ম্যাচ জিততে সবকটি উইকেট হাতে নিয়ে ১১০ বলে কেবল ৬৯ দরকার ছিলো ভারতের।
বাংলাদেশ বিশ্বকাপ থেকে আগেই বিদায় নেওয়ায় এবং ভারতও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় এই ম্যাচটি ছিলো নিয়মরক্ষার। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দল পরের ৬ ম্যাচের হতাশা ঢাকতে চেয়েছিলো শেষ ম্যাচ দিয়ে। সেই পরিস্থিতির কাছাকাছি ছিলো না তারা। বরং বৃষ্টি আরেকটি হার থেকে বাঁচিয়ে দিয়েছে তাদের।
বৃষ্টিতে এক পয়েন্ট পাওয়ায় ৭ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট হলো ৩, তারা শেষ করল ৭ নম্বরে।


Comments