নতুন বছর, নতুন দীঘি

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রের পথে হাঁটা শুরু প্রার্থনা ফারদিন দীঘির। 'কাবুলিওয়ালা', 'এক টাকার বউ', 'চাচ্চু আমার চাচ্চু' সিনেমায় তার মিষ্টি হাসি ও দুর্দান্ত অভিনয় দর্শকের মন কাড়ে।

সম্প্রতি তিনি যশ রোহানের বিপরীতে 'ফেরা' ওয়েবফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন।

এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'মুজিব: দ্য মেকিং অব এ নেশন'-এ বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ছোটবেলার চরিত্রে দীঘি অভিনয় করেছেন।

Comments

The Daily Star  | English

Hopes run high as DU goes to vote today

The much-anticipated Ducsu and hall union elections are set to be held today after a six-year pause, bringing renewed hope for campus democracy.

5h ago