মেটার এআই দিয়ে বানানো যাবে ভালো মানের ভিডিও

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। ছবি: মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। ছবি: মেটা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। সম্প্রতি মেটার এক ব্লগ পোস্টে জানানো হয়, 'মুভি জেন' নামের এআই-চালিত ফিচারটি শব্দসহ ভালো মানের ভিডিও ফুটেজ তৈরিতে সক্ষম হবে।  

এই ফিচার এখনো জনসাধারণের উন্মুক্ত করেনি মেটা। গত ফেব্রুয়ারি মাসে 'সোরা' নামে ভিডিও তৈরির একইরকম একটি ফিচার বাজারে এনেছে ওপেনএআই। 

মেটা জানায়, নতুন এই ফিচার লিখিত বর্ণনা থেকে নতুন ভিডিও তৈরি করে দেবে। আবার এই ফিচার ব্যবহার করে আগের কোনো ভিডিওকে পরিবর্তন ও সম্পাদনা করা যাবে। এছাড়া ভিডিওতে শব্দ, বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করার ব্যবস্থাও থাকবে। এছাড়া বিভিন্ন প্লাটফর্মের জন্য বিভিন্ন আসপেক্ট রেশিওতে ভিডিও তৈরির সুবিধাও থাকছে এই ফিচারে।   

লিখিত বর্ণনা বা ছবি থেকে কীভাবে ভিডিও তৈরি করতে পারে 'মুভি জেন', তা এক প্রদর্শনীতে দেখিয়েছে মেটা। সেখানে কেবল একজন নারীর মুখের ছবি ব্যবহার করে তাকে নিয়ে একটি নতুন ভিডিও তৈরি করা হয়। ভিডিওতে দেখা যায় তিনি কিছু মিষ্টিকুমড়ার সামনে বসে পানীয়তে চুমুক দিচ্ছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। ছবি: মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ভিডিও তৈরির নতুন একটি ফিচার আনতে যাচ্ছে মেটা। ছবি: মেটা

এই ফিচার ব্যবহার করে কীভাবে ক্যামেরায় রেকর্ড করা বা কোনো অ্যানিমেটেড ভিডিও সম্পাদনা করা সম্ভব, তাতে নতুন কিছু যোগ করা সম্ভব, সেটিও দেখানো হয়েছে। লিখিত বর্ণনা দিয়ে একজন দৌড়বিদের অ্যানিমেটেডে ক্লিপকে বিভিন্ন রূপ দেওয়া হয়। যার একটিতে দেখা যায় তিনি (দৌড়বিদ) একটি ক্যাকটাসের মরুভূমির মধ্য দিয়ে দৌড়াচ্ছেন, একটিতে ডাইনোসরের পোশাক পরে দৌড়াচ্ছেন, আবার একটিতে হাতে পম পম নিয়ে দৌড়াচ্ছেন।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন কিরো আদনান আহমেদ

" layout="left"]

 

Comments

The Daily Star  | English

Tourism picks up as hotels, resorts report 60% occupancy

The peak tourism season in the country runs from November to April

12h ago