নাসার প্রধান হচ্ছেন ইলন মাস্কের বন্ধু

জ্যারেড আইজ্যাকম্যান । রয়টার্স ফাইল ফটো

স্পেসএক্সের সিইও ইলন মাস্কের ঘনিষ্ঠ সহযোগী ও ধনকুবের জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার পরবর্তী প্রধান হিসেবে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এর মাধ্যমে তিনি নাসার ১৫তম প্রশাসক হচ্ছেন।

আজ বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী জ্যারেড আইজ্যাকম্যানকে নাসার প্রশাসক হিসেবে নিশ্চিত করেছে মার্কিন সিনেট। এই সিদ্ধান্তের ফলে মঙ্গল অভিযানের পক্ষে থাকা একজন সমর্থক ও ইলন মাস্কের মিত্র নাসার নেতৃত্বে এলেন।

দুই দফা শুনানির পর ভোটাভুটিতে ৬৭–৩০ ব্যবধানে তাকে নির্বাচিত করা হয়। যেখানে তিনি সিনেটরদের বলেছিলেন, এই দশকের মধ্যে চাঁদে যাওয়ার প্রতিযোগিতায় চীনকে পেছনে ফেলতে নাসাকে আরও গতি বাড়াতে হবে।

বর্তমান ভারপ্রাপ্ত নাসা প্রধান ও একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আইজ্যাকম্যানকে অভিনন্দন জানান।

তিনি লেখেন, '২০২৮ সালে চাঁদে যাওয়া এবং চীনকে হারানোর লক্ষ্যে নাসাকে নেতৃত্ব দেওয়ার পথে তার সাফল্য কামনা করি।'

এর আগে ডাফি নাসাকে স্থায়ীভাবে নিজের দপ্তরের অধীনে আনার চেষ্টা চালিয়েছিলেন। তবে আইজ্যাকম্যানের অনুমোদনের মাধ্যমে সেই চেষ্টা ব্যর্থ হয়। ডাফির এই উদ্যোগের কারণে ইলন মাস্কের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একপর্যায়ে আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছিল। সে সময় ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রকাশ্য বিরোধ চলছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেছিলেন, ডেমোক্র্যাট প্রার্থীদের জন্য আইজ্যাকম্যানের অনুদানই মনোনয়ন প্রত্যাহারের কারণ।

তবে সাম্প্রতিক মাসগুলোতে আইজ্যাকম্যান আবার আলোচনায় ফেরেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের ভেতরের প্রভাবশালী মিত্রদের সহায়তায় তিনি আবারও নিজের পক্ষে সমর্থন জোগাড় করতে সক্ষম হন।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago