ফ্রান্স না আর্জেন্টিনা, কাপ নিচ্ছে কারা

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নিলেও এ দেশের ফুটবল সমর্থকদের কোনো ঘাটতি নেই সমর্থনে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও ইংল্যান্ডসহ নানা দলের ভক্তদের মধ্যে চলে তুমুল উন্মাদনা।

রোববার রাতে কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামছে ফ্রান্স ও আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

কেমন হবে এবারের ফাইনাল? শেষ হাসি ফুটবে কার মুখে? লিওনেল মেসি পারবেন অধরা বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ পূরণ করতে? নাকি কিলিয়ান এমবাপে ফের মাতবেন বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে? এ নিয়েই চলছে ফ্যানদের নানা জল্পনা-কল্পনা।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago