নারী কর্মী নেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, যোগ্যতা এইচএসসি পাস

 নারী কর্মী নেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, যোগ্যতা এইচএসসি পাস
ছবি: সংগৃহীত

বিলিং সহকারী পদে ১৭ জন নারী কর্মী নিয়োগ দেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১। আগ্রহী প্রার্থীদের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ ভৌগলিক এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। 

আবেদন করতে হবে আগামী ৩০ আগস্টের মধ্যে। 

পদের নাম: বিলিং সহকারী
পদ সংখ্যা: ১৭টি
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।  এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর
মধ্যে ন্যূনতম ৩.০০-সহ উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞানসহ কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা আবশ্যক। কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম ১০টি ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।

বেতন: দৈনিক ৮০০ টাকা। 

আবেদন যেভাবে: ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ওয়েবসাইট pbs1.dhaka.gov.bd থেকে আবেদন ফরম (ফরম নং-পমাসপ-১১০-০০২, ভার্সন-০১) ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে আগামী ৩০-০৮-২০২৩ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, পলাশবাড়ী, সাভার, ঢাকা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র 

  • শিক্ষাগত যোগ্যতার সবগুলো মূল বা সাময়িক সনদের কপি (মার্কশিট ও প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়)। 
  • জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি দিতে হবে।
  • স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ জমা দিতে হবে।
  • প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সঙ্গে সিনিয়র জেনারেল ম্যানেজার, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক থেকে ১০০ টাকার পে-অর্ডার, ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দিতে হবে। 

এই লিংকে দেওয়া আবেদন ফর্ম হাতে পূরণ করে জমা দিতে হবে। 

 

গ্রন্থনা: আহমেদ হিমেল

 

Comments

The Daily Star  | English

Bangladesh blocks IPL broadcast after Mustafizur episode

The decision comes in the aftermath of Bangladesh pacer Mustafizur Rahman’s removal from Kolkata Knight Riders squad following directives from BCCI.

2h ago