৫৩তম সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ

সমাবর্তনে শিক্ষার্থীরা। ছবি: পলাশ খান/স্টার

উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন শুরু হয়েছে।

আজ শনিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ সমাবর্তন শুরু হয়।

আজ সকাল থেকে সমাবর্তনের পোশাক পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেন। তাদেরকে সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে।

সমাবর্তন ঘিরে নানা ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও তোরণে সাজানো হয়েছে ঢাবি ক্যাম্পাস।

ইতোমধ্যে ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মূল মঞ্চে পৌঁছেছেন রাষ্ট্রপতি ও ঢাবির আচার্য আবদুল হামিদ।

সকাল ১১টা ৪৫ মিনিটে চ্যান্সেলরের শোভাযাত্রা বের করা হয়।

সমাবর্তনে শিক্ষার্থীরা। ছবি: পলাশ খান/স্টার

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে থাকবেন নোবেলবিজয়ী ফরাসি অর্থনীতিবিদ ড. জিন টেরল। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে।

এর আগে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, সমাবর্তনে ৩০ হাজার ৩৪৮ জন স্নাতক শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করবেন।

ঢাবি-অধিভুক্ত ৭ কলেজের স্নাতকরাও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২টি ভেন্যু ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ থেকে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।

মোট ১৩১ জন শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীকে ১৫৩টি স্বর্ণপদক, ৯৭টি পিএইচডি, ২টি ডিবিএ ও ৩৫টি এমফিল ডিগ্রি প্রদান করা হবে এবারের সমাবর্তনে।

১৯২৩ সালের ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

15h ago