চবির প্রশাসনিক পদ থেকে আরও ৩ শিক্ষকের পদত্যাগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রশাসনিক পদ থেকে আরও ৩ জন শিক্ষক পদত্যাগ করেছেন।

আজ সোমবার দুপুরে চবি রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদ বলেন, '৪টি প্রশাসনিক পদ থেকে ৩ জন পদত্যাগ করেছেন। তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ চেয়েছেন।'

পদত্যাগকারীরা হলেন—পরিবহন দপ্তরের প্রশাসক ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম। তিনি ২টি পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট ড. সুমন বড়ুয়াও পদত্যাগ করেছেন।

এর আগে রোববার প্রথম দফায় ১৮টি প্রশাসনিক পদের ১৬ জন শিক্ষক একযোগে পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা নিয়ে উপাচার্যের সঙ্গে দ্বন্দ্বের জেরে তারা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

1h ago