কোটা আন্দোলন

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ছবি: টিটু দাস/স্টার

কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে তাদের এই অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটের যান চলাচল বন্ধ হয়ে যায়।

মহাসড়ক অবরুদ্ধ হওয়ায় বিপুল সংখ্যক যাত্রী রাস্তায় আটকা পড়েছেন।

সরকারি বিএম কলেজের এক শিক্ষার্থী বলেন, 'কোটা সংস্কার না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না।'

শিক্ষার্থীদের ভাষ্য, সরকারি বিএম কলেজ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন।

বিএম কলেজ ছাড়াও সৈয়দ হাতেম আলী কলেজ, ইনফ্রা পলিটেকনিকসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেন।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল-কুয়াকাটা মহাসড়কের আমতলা মোড় অবরোধ করে রাখেন শেরে বাংলা মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট অব নার্সিংয়ের শিক্ষার্থীরা।

এ সময় তারা কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান।

এ ছাড়া, কোটা সংস্কার আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান তারা।

Comments

The Daily Star  | English
biman flyers

Biman chooses Boeing

National carrier decides in principle to buy 14 aircraft from Airbus’s rival

1h ago