দাবি আদায়ে একাধিক বিক্ষোভ, ঢাকায় যানজট

প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন। ছবি: পলাশ খান/স্টার

দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর বিভিন্ন সড়কে আলাদা আলাদা কর্মসূচির কারণে ঢাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।

আজ রোববার 'অনাকাঙ্ক্ষিত কারণে যানজট বৃদ্ধির ফলে জনভোগান্তি'র জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, 'বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি সংগঠন ও গোষ্ঠী একযোগে কর্মসূচি আরম্ভ করে। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বিঘ্নিত হওয়ায় রাজধানীর কোথাও কোথাও ব্যাপক জনভোগান্তি ও তীব্র যানজট সৃষ্টি হয়েছে।'

এতে জানানো হয়, এমপিওভুক্তির দাবিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট, প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণ ও স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণের দাবিতে প্রেসক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন অবস্থান কর্মসূচি পালন করছে।

এ ছাড়া, চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট ও ৪৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের নন-ক্যাডারে নিয়োগ দেওয়ার জন্য সড়ক অবরোধ করে আন্দোলন চলছে।

এসব কর্মসূচির কারণে সড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করতে পারছে না।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

11h ago