প্রধান ফটকে তালা ঝুলিয়ে শাটডাউন, ক্লাস বর্জন জবি শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জবি, কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন,
সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। ছবি: স্টার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন।

আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে থাকতে দেখা যায় শিক্ষার্থীদের। এর আগে রোববার সকাল সাড়ে আটটা থেকে অনশন শুরু করেন। অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে উপাচার্য আশ্বাস দিলেও ধর্মঘট ভাঙতে রাজি হননি তারা।

এদিকে তিন দফা দাবি মেনে দুপুরের মধ্যে মন্ত্রণালয় থেকে ঘোষণা না এলে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব।

তিনি বলেন, 'দুপুরের মধ্যে যদি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি না আসে, তাহলে আমরা সচিবালয়মুখী পদযাত্রা শুরু করবো।

জবির উদ্ভিদবিজ্ঞান, সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), পদার্থবিজ্ঞান, মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইতিহাস, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), ফার্মেসি, গণিত, ভূমি ব্যবস্থাপনা ও আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, বাংলাসহ একাধিক বিভাগের শিক্ষার্থীরা এই 'শাটডাউনে' যোগ দিয়েছেন এবং সংহতি জানিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

তালাবদ্ধ প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে শিক্ষার্থীদের চলাচলের জন্য ছোট পকেট গেট খোলা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি হলো- দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পটি সময়মতো শেষ করতে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা। শিক্ষার্থীদের জন্য স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত, কমপক্ষে ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা।
 

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

2h ago