হামলাকারী ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয়

‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ এবং ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’- এই দুই গ্রুপের মধ্যে হাতাহাতির পর এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। ছবি: সংগৃহীত

পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি অপসারণের প্রতিবাদে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র বিক্ষোভে হামলা করা 'স্টুডেন্ট ফর সভরেন্টি' ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো সংগঠন নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকালের ওই হামলার নিন্দা জানিয়েছে।

ঢাবির জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শিক্ষার্থীদের ওপর হামলা করা 'স্টুডেন্ট ফর সভারেন্টি' ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সংগঠন নয় এবং এর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পৃক্ততা নেই। 

এতে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত ওই সংগঠনের শিক্ষার্থীদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিগগির শাস্তিমূলক ব্যবস্থা নেবে।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত হামলাকারীদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। 

গতকালের ওই হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করলে সেখানে লাঠিচার্জ করে পুলিশ।

শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে ঢাবি কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

ঢাবি কর্তৃপক্ষ আরও জানায়, গতকাল ও আজ হামলায় আহত ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

9h ago