জুলিয়াস সিজারের রিট খারিজ, প্রার্থিতা ফিরে পাচ্ছেন না

ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থী মো. জুলিয়াস সিজার তালুকদারের প্রার্থিতা পুনর্বহালের রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিশ্বজিৎ দেবনাথ শুনানি শেষে এই আদেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, হাইকোর্টের আদেশ অনুযায়ী জুলিয়াস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না এবং ভোটও দিতে পারবেন না। তার নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে এবং প্রার্থিতা বাতিল হয়েছে। এর কারণ তার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পর্ক এবং আগে তিনজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ আছে।
জুলিয়াসের আইনজীবী সারদার আব্দুল হোসেন হাইকোর্ট বেঞ্চকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার ক্লায়েন্টের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলেছে এবং প্রার্থিতা বাতিল করেছে, অথচ তাকে নিজের বক্তব্য উপস্থাপনের কোনো সুযোগ দেয়নি।
জুলিয়াসের রিটে বলা হয়েছিল, তার নাম ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় ছিল এবং তাকে ভাইস-প্রেসিডেন্ট পদে ব্যালট নম্বর ২৬ দেওয়া হয়েছিল। কিন্তু পরে সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটার ও সহকারী রিটার্নিং অফিসার অভিযোগ করেন, তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত। পরে নির্বাচন কমিশন আপিল ট্রাইব্যুনালের সুপারিশের ভিত্তিতে তার প্রার্থিতা বাতিল করে।
Comments