হাদির দাফন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনকে ঘিরে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। একইসঙ্গে সবাইকে ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী, হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে।
আজ এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সব শ্রেণি-পেশার মানুষকে দাফন কার্যক্রম চলাকালে ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবেই ক্যাম্পাসের প্রবেশপথ বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কারণে সাধারণ মানুষের সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করেছে।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন।


Comments