নির্বাচনের ফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে শিক্ষার্থীরা প্রতিরোধ করবে: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ম্যানিপুলেশনের চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে প্রতিরোধ করবে বলে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় ভোটগ্রহণের সময় শেষ হওয়ার পর মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নির্বাচন চলাকালে বিভিন্ন অভিযোগের কথা তুলে আবিদ বলেন, 'আমরা ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে সুন্দর রাজনৈতিক সংস্কৃতি উপহার দেবো। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে।'
তিনি বলেন, 'রোকেয়া হলের এক নারী শিক্ষার্থী ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে অভিযোগ করেছে যে, তাদের যে ব্যালট দেওয়া হয়েছে, সেখানে আগে থেকে সাদিক কায়েম ও এস এম ফরহাদের (শিবির সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থী) নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া ছিল। অমর একুশে হলেও এমন ঘটেছে।'
'স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু দুই জায়গায় ঘটনা ঘটেছে এবং প্রমাণিত হয়েছে। তার মানে আগেও অনেক ব্যালটে সম্ভবত আগে থেকে ক্রস দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে,' যোগ করেন তিনি।
নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ছাত্রদল সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী বলেন, 'এখন নির্বাচনে কারচুপি করার পরে উল্টো দায় দেওয়ার চেষ্টা করলেন আমাদের। প্রত্যেক কেন্দ্রে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমি দেখেছি জামায়াতের অনেক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সারাদিন ঘুরে বেড়িয়েছেন। আর আমাদের পোলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা প্রতারণা করেছেন।'
'আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ১২টি অভিযোগ জমা দিয়েছি। সবকিছু মিলিয়ে আমরা আশা করেছিলাম নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন রাখব না। কিন্তু যখন অভিযোগ আসতে থাকলে তো আর মুখ বন্ধ করে থাকা যায় না,' যোগ করেন তিনি।
আবিদুল বলেন, 'এখন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা সুস্থ স্বাভাবিক নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে প্রত্যয়ী। কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যদি ভোট গণনা ম্যানিপুলেশনের বিন্দু পরিমাণ চেষ্টা করা হয়, নির্বাচনের ফল ব্যাহত করার চেষ্টা করা হয়, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে।'
'নীলক্ষেত, কাটাবন, চানখারপুল এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে' এমন অভিযোগ তুলে তিনি আহ্বান জানিয়ে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাষ্ট্রীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে বলছি, খুব দ্রুত এ ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের আশপাশের এরিয়া মুক্ত করুন।'
শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবিদ বলেন, 'এখন ভোট গণনা চলছে। আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ দৃষ্টি রাখুন। আমরাও আমাদের জায়গা থেকেই সজাগ দৃষ্টি রাখার চেষ্টা করছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ফলাফল প্রতিফলিত হলে, মনে রাখবেন বাংলাদেশপন্থীদের ভূমিধস বিজয় অবশ্যই হবে।'
Comments