ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার আহ্বান

ডাকসু নির্বাচন
ডাকসু নির্বাচনে ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন ঢাবি শিক্ষার্থীরা। ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের উদ্বেগ প্রকাশ করেছেন, নির্বাচন কমিশনের সামান্য শিথিলতাও বড় সমস্যা ডেকে আনতে পারে।

তিনি বলেন, ভোটকেন্দ্র থেকে ১০০ গজের মধ্যে স্লিপ টোকেন বিতরণ করা যায় না। কিন্তু এখানে সেই শৃঙ্খলা মানা হচ্ছে না। প্রার্থীরা লাইনের মাঝখানেই দাঁড়িয়ে ভোটারদের হাতে টোকেন দিচ্ছেন, যা সম্পূর্ণ অসঙ্গত।

তিনি আরও বলেন, যদি নির্বাচন কমিশন কঠোরভাবে নিয়ম প্রয়োগ করে, তাহলে সুষ্ঠু ফলাফল আসতে পারে।

তিনি কমিশনের সদস্যদের মাঠপর্যায়ে উপস্থিতি না থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একে 'উদ্বেগজনক' বলেন।

তার ভাষ্য, আমরা কমিশনকে অনুরোধ জানাবো বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নিতে।

তিনি আরও অভিযোগ করেন, ভোটার স্লিপ বিতরণের মাধ্যমে ছাত্রদল ও ছাত্রশিবিরসহ সব ছাত্রসংগঠন আচরণবিধি ভঙ্গ করছে।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারও আচরণবিধি ভঙ্গের অভিযোগ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। ভিপি প্রার্থী আবিদুল ইসলাম ইতোমধ্যে এটি ভেঙেছেন। এটি তুচ্ছ বিষয় নয়। তিনি সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন, যা শিক্ষার্থী ও নেটিজেনরা খুব নেতিবাচকভাবে দেখছেন।

তিনি কেন্দ্রের ভেতরে লিফলেট বিতরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

বাকের বলেন, কিন্তু আমার মনে হয় এটি নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা স্পষ্টভাবে বলেনি কী করা যাবে, কী যাবে না। কোনো সঠিক নির্দেশনাও দেওয়া হয়নি।

রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, মৌখিকভাবে জানানো হয়েছে। তবে আচরণবিধি ভঙ্গ হলে আজ লিখিত অভিযোগ জমা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন বিষয়টি জানে।

তিনি আরও জানান, টিএসসিতে কিছু বহিরাগতকে ঘুরতে দেখেছি। আমি সেখানে উপস্থিত প্রশাসনকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেবে বলেছে। তবে এর অগ্রগতি সম্পর্কে কিছু জানি না।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago