‘নিয়ম ভেঙে’ অন্য কেন্দ্রে ভিপি প্রার্থী আবিদুল, অনুমতি নেওয়ার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে 'নিয়ম ভেঙে' শারীরিক শিক্ষা কেন্দ্রে ঢুকে পড়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে।
আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত শারীরিক শিক্ষা কেন্দ্রে যান। তিনি ওই কেন্দ্রের ভোটার নন, তার ভোটকেন্দ্র উদয়ন স্কুল।
কেন্দ্রটির দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গওসুল হক জানান, বিষয়টি জানার পরপরই আবিদুলকে সেখান থেকে চলে যেতে বলা হয় এবং তিনি সঙ্গে সঙ্গে চলে যান।
তিনি সাংবাদিকদের বলেন, 'প্রিজাইডিং অফিসার তাকে বের হয়ে যেতে বলেন, আর তিনি সঙ্গে সঙ্গেই চলে যান। আমি সরাসরি ঘটনা দেখিনি, তবে শুনেছি এটি ভুলবশত হয়েছিল এবং দ্রুত সমাধান করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী যে কেন্দ্রের ভোটার নন, সেই কেন্দ্রে প্রবেশ করতে পারেন না।'
তবে টিএসসিতে সাংবাদিকদের কাছে আবিদুল দাবি করেন, তিনি অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছিলেন।
তিনি বলেন, "আমি ভিপি প্রার্থী, তাই সব কেন্দ্রে ভোট সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখা আমার দায়িত্ব। অথচ আমাকে রোকেয়া হল, টিএসসি ও উদয়ন স্কুল কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। কোনো পরিচয়পত্রও দেওয়া হয়নি। আমরা শুধু নির্বাচনকে উৎসবমুখর করতে চাই, যেন কোনো অভিযোগ না ওঠে।'
Comments