শিক্ষার্থীদের প্রবল উচ্ছ্বাসে ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। ছবি: সিরাজুল ইসলাম রুবেল/স্টার

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সকাল ৬টা থেকে ভোট দেওয়ার জন্য উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের শিক্ষার্থী৷

টিএসসি ভোটকেন্দ্রে ভোটারদের অপেক্ষা। ছবি: প্রবীর দাশ/স্টার

তাদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা গেছে৷ শিক্ষার্থীদের অনেকে বলছেন, তারা ভোটার হওয়ার পর এই প্রথম একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে ভোট দিতে এসেছেন৷

বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ইমদাদুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রবল আগ্রহ ও উচ্ছ্বাস নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে এসেছি৷ ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছি৷ গতকাল রাতে উত্তেজনায় ঘুমাতে পারিনি৷'

'এতোদিন গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পারিনি৷ এই প্রথম আমি গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে এলাম,' যোগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম আবির আজ সকাল ৭টা ৩৫ মিনিটে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন।

তিনি নিজেও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সকাল ৮টা থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হবে। এ সময় আবিদের সঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবির বলেন, 'আমি আবারও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান জানাই—তারা যেন ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেউ ঘরে বসে থাকবেন না। দীর্ঘ সময় পর গণতান্ত্রিক পরিবেশের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে হবে।'

ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ৬২।

সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, যার মধ্যে ৫ জন নারী। সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ২৫ জন। ১৩টি সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২১৭ জন, যার মধ্যে নারী প্রার্থীর সংখ্যা ২৩।

তবে অন্যান্য সম্পাদক পদগুলোতে নারী প্রার্থী তুলনামূলক কম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পরিবহন সম্পাদক পদে কোনো নারী প্রার্থী নেই।

জিএস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং ক্রীড়া সম্পাদক পদে একজন করে নারী প্রার্থী রয়েছেন।

সবচেয়ে বেশি নারী প্রার্থী কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে। এ পদে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই নারী।

এবারের নির্বাচনে ব্যালট পেপার করা হয়েছে পাঁচ পৃষ্ঠার। তবে হল সংসদের ব্যালট এক পৃষ্ঠার। ভোটাররা ওএমআর শিটে ভোট দেবেন।

ডাকসুর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে আজ।

প্রতিটি হলে ১৩টি পদে মোট প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। একজন ভোটারকে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪১টি ভোট দিতে হবে।

ডাকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৮৭১ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

পুরুষ ভোটার সবচেয়ে বেশি জগন্নাথ হলে ২ হাজার ২২২ জন এবং নারী ভোটার সবচেয়ে বেশি রোকেয়া হলে ৫ হাজার ৬৪১ জন।

পুরুষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে—কার্জন হল কেন্দ্র (ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল, ফজলুল হক মুসলিম হল), শারীরিক শিক্ষা কেন্দ্র (জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল), সিনেট ভবন কেন্দ্র (এ এফ রহমান হল, হাজী মুহাম্মদ মহসিন হল, বিজয় একাত্তর হল), উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, শেখ মুজিবুর রহমান হল)।

নারী শিক্ষার্থীদের ভোটগ্রহণ হচ্ছে—টিএসসি কেন্দ্র (রোকেয়া হল), ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র (বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল), ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র (কবি সুফিয়া কামাল হল) ও বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে (শামসুন্নাহার হল)।

নির্বাচন কমিশনের দাবি, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটের নির্ধারিত সময়ে প্রত্যেক ভোটার ভোট দিতে গড়ে ১০ মিনিট সময় নিলেও নির্বিঘ্নে ভোটগ্রহণ শেষ করা সম্ভব হবে।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

5h ago