আবিদুলের ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে: রিটার্নিং কর্মকর্তা

আজ সকালে আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে প্রবেশ করেন, যেখানে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছিলেন। ফটো কৃতজ্ঞতা: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে শারীরিক শিক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার কাজী মোস্তাক গাউসুল হক বলেছেন, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের ভোটকেন্দ্রে প্রবেশকে ঘিরে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল।

এর আগে আজ মঙ্গলবার সকালে এই রিটার্নিং কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, 'আবিদুল ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।'

তবে দুপুর ১টার দিকে তিনি বলেন, 'আমাদের জানানো হয়েছিল, কোনো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কিন্তু পরে এ সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। সর্বশেষ জানানো হয়, প্রার্থীরা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন।'

 'এই বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে,' বলেন তিনি।

প্রধান রিটার্নিং কর্মকর্তা প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিনও এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, 'তিনি (আবিদুল) কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই।'

তার ভাষ্য, 'আচরণবিধি ১২(খ) অনুযায়ী, প্রার্থীরা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারবেন। সুতরাং নিয়ম অনুযায়ী, আবিদুল নিয়ম ভাঙেননি, তিনি একা প্রবেশ করতে পারেন।'

Comments