‘ফ্যাসিবাদের মুখাকৃতি’তে অগ্নিসংযোগকারী রাকিব সম্পর্কে যা জানা গেল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফটি পুড়িয়ে দেওয়া হয়েছে। ছবি: আনিসুর রহমান/স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ঢাবি চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি দুটি মোটিফ পুড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে।

তিনি ঢাবি আরবি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিব। তার সহপাঠীরা তাকে শনাক্ত করেছেন বলে জানান প্রক্টর।

আজ রোববার প্রক্টর সাইফুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, '(মোটিফে আগুন দেওয়ার) ভিডিওগুলো ছড়িয়ে গেলে, রাকিবের বিভাগের শিক্ষার্থীরা এবং ঘনিষ্ঠরা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তার পরিচয় নিশ্চিত করেছেন। তারা আমাদের কিছু স্ক্রিনশটও দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'আমরা পুলিশকে এসব জানিয়েছি। তারাই পরিচয় নিশ্চিত করতে পারবেন।'

রাকিব নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন তার সহপাঠীরা।

জানতে চাইলে ঢাকা মেটোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ডেইলি স্টারকে বলেন, 'আমরা যাচাই করার চেষ্টা করছি যে তিনিই (রাকিব) মোটিফ পুড়িয়েছেন কি না। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।'

গতকাল শনিবার ভোরে ঢাবির চারুকলা অনুষদের (চারুকলা) প্রাঙ্গণে পহেলা বৈশাখ উদযাপনের জন্য তৈরি দুটি মোটিফ পুড়িয়ে দেওয়া হয়।

এ ঘটনায় পরে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় বলে চারুকলা অনুষদ এক বিজ্ঞপ্তিতে জানায়।

সূত্র জানায়, যেখানে মোটিফগুলো তৈরি করা হচ্ছিল সেখানে আগুন লেগেছে। আগুনে 'ফ্যাসিবাদের মুখাকৃতি' মোটিফটি সম্পূর্ণ পুড়ে যায় এবং শান্তির পায়রা আংশিক পুড়ে যায়।

এ ঘটনা তদন্তে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়।

Comments

The Daily Star  | English

People cautioned of travelling to India, affected countries as Covid spreads

DGHS has also instructed to enhance health screening and surveillance measures at all land, river, and airports

9h ago