জারুল ফুলের বেগুনি রঙে সেজেছে চবি ক্যাম্পাস

জারুল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক রূপ মুগ্ধ করে সবাইকে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে সাজে এ ক্যাম্পাস। বছরের এ সময়টাতে তেমনি প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম আকর্ষণ জারুল ফুল। গ্রীষ্মের এই সময়টায় জারুলের বেগুনি রঙে ছেয়ে যায় পুরো ক্যাম্পাস।

এপ্রিল থেকে জুন মাসে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে, বিশেষ করে জারুলতলা, জয় বাংলা চত্বর ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে সারি সারি জারুল ফুলের গাছ দেখা যায়। বেগুনি রঙের ঝলকানিতে এক অনন্য প্রাকৃতিক দৃশ্যের সৃষ্টি হয়। জারুলের পাশাপাশি সোনালু, কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যেও ছেয়ে যায় ক্যাম্পাস।

জারুল

জারুল গাছের ফুলগুলো হলুদ রঙের পরাগসহ বেগুনি রঙের হয়ে থাকে। এই ফুলের সৌন্দর্য, নমনীয়তা ও কোমলতা হৃদয় প্রশান্তির ছোঁয়া এনে দেয়। বিশেষ করে এক পশলা বৃষ্টির পর ফুলের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী পুষ্প বলেন, 'বছরের এই সময়টাতে পুরো ক্যাম্পাস বিভিন্ন রঙের ফুলে ছেয়ে যায়। জারুল, সোনালু, কৃষ্ণচূড়ার সৌন্দর্যে পুরো ক্যাম্পাস সৌন্দর্যমন্ডিত হয়ে উঠে। আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরেছি, আমার কাছে মনে হয় আমাদের এই ক্যাম্পাস সবচেয়ে বেশি সুন্দর একটি ক্যাম্পাস।'

জারুল

ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুন্নাহার রুমি বলেন, 'আমাদের ক্যাম্পাস একটি চমৎকার ক্যাম্পাস। বিকেল হলেই আমরা বন্ধুরা মিলে ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগ করতে বের হই। বর্তমানে জারুল ফুল এই ক্যাম্পাসের সৌন্দর্যকে দ্বিগুণ করে তুলেছে।'

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আরেক শিক্ষাবর্ষের শিক্ষার্থী গিয়াস উদ্দিন বলেন, 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করে। বর্তমান সময়ে জারুল ফুল শোভা পাচ্ছে এই ক্যাম্পাসে। আমরা এখন স্মৃতি জমিয়ে রাখছি। যখন এই বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব তখন আমাদের ক্যাম্পাসের এই মুগ্ধতা, সৌন্দর্য আমাদের হৃদয়ে গেঁথে থাকবে।'

Comments

The Daily Star  | English

Maduro 'captured and flown out' of Venezuela, Trump says

The US conducted a 'large-scale strike" on the country, he added

1h ago