ডাকসু নির্বাচন

আজ থেকে ঢাবির হলে থাকতে পারবেন না বহিরাগতরা

কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: মোশতাক আহমেদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিরাগত ও অতিথিদের ছাত্রদের হলগুলোতে অবস্থান নিষিদ্ধ করেছে।

আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মো. জসীম উদ্দিন জানান, ২ সেপ্টেম্বর থেকে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরাই হলে থাকতে পারবেন। অন্য কেউ হলে থাকতে পারবেন না।

Comments

The Daily Star  | English
government action on illegal political gatherings

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

43m ago