‘ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই’

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের। ছবি: স্টার

'আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।'

এই কথা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের।

আজ বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে এক পোস্টে ডাকসু নির্বাচন ঘিরে তার বিরুদ্ধে অপপ্রচারে আতঙ্কিত হয়ে পড়ার কথা জানান তিনি।

কাদের ওই পোস্টে লিখেন, 'সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই যে শুরু হইছে, প্রতিনিয়ত সেটা আরো বাড়তেছে। তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারবো জানি না।'

তিনি আরও লিখেন, 'কেবল অনলাইনে এই হেনস্তাটা আমার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও মানা যাইতো, বাড়িতে গিয়ে আমার আম্মাকে পর্যন্ত কথা শুনাচ্ছেন! ১০ দিন আগের বক্তব্য কাট করে প্রপাগাণ্ডা না ছড়ালেও পারতেন। পুরা বক্তব্য তুলে ধরলে বক্তব্যের সারমর্ম বুঝতে পারতো মানুষ।'

সবশেষে কাদের লিখেছেন, 'কেবল তো শুরু, আরো ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাই।'

এ বিষয়ে কাদের দ্য ডেইলি স্টারকে বলেন, '৫ আগস্টের পর শুধু ভিন্ন মতাবলম্বী হওয়ার কারণে অনলাইন-অফলাইনে নানা বুলিংয়ের শিকার হচ্ছি। শুধু আমাকেই না, আমার পরিবারকেও নানারকম কথা শোনাচ্ছে, ঘরে গিয়ে শোনাচ্ছে ওই মতাদর্শী লোকজন।'

'এই জায়গা থেকে মানসিক চাপ ফিল করছি। যদিও এটা কিছুই না, আমি কাজের মধ্যেই আছি', বলেন তিনি।

এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের করবেন কি না, জানতে চাইলে কাদের বলেন, 'না, অভিযোগ দায়েরের কোনো ইচ্ছা নেই। আমি কাজ করে যেতে চাই। কাজের মধ্য দিয়েই সব ঠিক করে নেব।'

 

Comments

The Daily Star  | English

Local administration told to go tough, surveillance to be tightened on flash processions

Directives follow high-level meeting at chief adviser’s residence, says press secretary

27m ago