৩ দফা দাবি আদায়ে অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে বসেছেন শিক্ষার্থীরা | ছবি: টিটু দাস/স্টার

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে অনশন করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই অনশন শুরু করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিয় মণ্ডল বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়ন নিয়ে আন্দোলন করে আসছি৷ কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। তাই কোনো উপায় না পেয়ে আমরণ অনশনে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাব।'

আরেক শিক্ষার্থী শারমিলা জামান সেঁজুতি বলেন, 'শান্তিপূর্ণ আন্দোলন করেও কর্তৃপক্ষের টনক নড়েনি, তাই এবার অনশনে বসেছি।'

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলম বলেন, 'একজন অভিভাবক হিসেবে আমি শিক্ষার্থীদের অনশনে সারারাত তাদের পাশে থেকেছি। তাদের দাবির বিষয়ে আমি একমত।'

তিনি আরও বলেন, 'তবে জমি অধিগ্রহণ বিষয়ে কিছুটা স্পেস দিতে হবে, দেখতে হবে এ বিষয়ে কোনো কাজ হচ্ছে কিনা।'

শিক্ষার্থীরা জানান, প্রশাসনিক ভবনের সামনে অনশনস্থলে উপাচার্য মশারি টানিয়ে শুয়ে পড়েন।

উল্লেখ্য, শিক্ষার্থীরা গত ৩৬ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে ২৯ জুলাই থেকে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে তারা দাবি আদায়ে দক্ষিণাঞ্চল ব্লকেড কর্মসূচিও দেয়।

ববি শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, যথাক্রমে অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ ও পরিবহন সংস্কার।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago