জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত হাবিপ্রবির ৭৯ সাবেক-বর্তমান শিক্ষার্থীকে শাস্তির সিদ্ধান্ত

ফাইল ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৭৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এর মধ্যে রয়েছে সনদ বাতিল ও আজীবন বহিষ্কারের শাস্তি।

শিক্ষার্থীদের তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, তারা ১৪ থেকে ২২তম ব্যাচের শিক্ষার্থী, যাদের অধিকাংশই স্নাতক সম্পন্ন করেছেন। ৭৯ জনের মধ্যে ২৭ জন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতা। একজন শিবির নেতা এবং অন্যরা ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থী। এদের মধ্যে চারজন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইতোমধ্যে ৭৯ জনের কাছে লিখিত নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সূত্র জানিয়েছে, তারা নোটিশের জবাব দেওয়ার সুযোগ পাবেন। এরপর তাদের জবাব পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় রিজেন্ট বোর্ডের সভায় সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়টি নির্ধারণ করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সহিংসতার ঘটনাগুলো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মাধ্যমে তদন্ত করা হয়েছে। পাশাপাশি জড়িত শিক্ষার্থীদের অপরাধের ধরন বিবেচনায় দুই ক্যাটাগরিতে তালিকা প্রস্তুত করা হয়েছে।

'এ' ক্যাটাগরিতে আছেন ৪১ জন। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা, মারধর, অস্ত্র প্রদর্শন, সরবরাহ, বহন ও সশস্ত্র মিছিলে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। শাস্তি হিসেবে তাদের সনদ বাতিল, সনদ স্থগিত, আজীবন বহিষ্কার ও রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে। 'বি' ক্যাটাগরিতে আছেন ৩৮ জন। তাদের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরোধিতা ও মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুই থেকে তিন বছরের জন্য বহিষ্কারের কথা উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রোভিসি অধ্যাপক শফিকুল ইসলাম সিকদার বলেন, 'বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য-প্রমাণের ভিত্তিতে ৭৯ জনের তালিকা প্রস্তুত করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago