জাকসু নির্বাচন

দায়িত্ব পালনের সময় অসুস্থ হয়ে জাবি শিক্ষকের মৃত্যু

জান্নাতুল ফেরদৌস মৌমিতা। ছবি: সংগৃহীত

জাকসু নির্বাচনে ভোট গণনায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ‍মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তিনি প্রীতিলতা হলে পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন।

জাবি চারুকলা বিভাগের চেয়ারম্যান ও প্রীতিলতা হল ভোট কেন্দ্রের রিটার্নিং অফিসার শামীম রেজা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'গতকাল বিকেল ৬টার দিকে ভোট শেষ হওয়ার পর জান্নাতুল ফেরদৌস বাড়ি ফিরেছিলেন। আজ সকাল প্রায় সাড়ে ৮টার দিকে তিনি ভোট গণনার জন্য সিনেট ভবনে ফেরেন। এরপর হঠাৎ তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের দরজার সামনে পড়ে যান।

তারপর তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, তার নামাজে জানাজা আজ জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

Comments

The Daily Star  | English

‘Vote counting could take the whole night’

Jucsu CEC says to speed up the process, more people have been involved

15m ago