নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগে চবিতে সংঘর্ষ, আহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আহত হয়েছেন। এ ঘটনায় দুপক্ষকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষার্থীদের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাংলা বিভাগের চতুর্থবর্ষের শিক্ষার্থী রবিউল হাসান আহত হন। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ওই শিক্ষার্থী কয়েকজন বন্ধুকে নিয়ে মাঠে অবস্থান করছিলেন। সে সময় রবিউল ও তার সহযোগীরা মোটরসাইকেলে সেখানে গিয়ে তাকে হয়রানির চেষ্টা করেন। ওই শিক্ষার্থীর বন্ধুরা প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ রয়েছে, রবিউল ও তার কয়েকজন বন্ধু সমাজতত্ত্ব বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ওই নারী শিক্ষার্থীকে কয়েক সপ্তাহ ধরে হয়রানি করে আসছিলেন।

তবে রবিউলের দাবি, তিনি পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গিয়েছিলেন। সেখানে কয়েকজন ব্যক্তি তাকে আক্রমণ করেন, তার নাক ও মুখে আঘাত লাগে।

নুরুল হামিদ বলেন, 'সমাজবিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে বাংলা বিভাগের এক শিক্ষার্থী বিরক্ত করে আসছিল বলে অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একজন আহত হয়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে পাঠানো হয়।'

'আমরা উভয়পক্ষকেই জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর অফিসে তলব করেছি। তদন্ত চলছে, দোষী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

2h ago